বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বাসষ্ট্যান্ডে কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সদস্য রায়হান মুজিবকে (২৫) পিটিয়ে জখম করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। আহত রায়হান গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার বাসিন্দা।
গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রাশেদ হাওলাদার অভিযোগ করে বলেন, একমাস যাবত গৌরনদী বাসষ্ট্যান্ডে বৈধভাবে ইলিশ স্পেশাল লিমিটেড পরিবহনের বুকিং কাউন্টার পরিচালনা করে আসছি। সম্প্রতি ওই কাউন্টারের উপর লোলুপ দৃষ্টি পরে ছাত্রলীগ নেতা আতিক মিয়ার। সোমবার সকালে কাউন্টার জোরপূর্বক দখল করার জন্য আমার ভাতিজা ছাত্রলীগ নেতা রায়হানকে পিটিয়ে গুরুতর আহত করে আতিক মিয়া, আরিফ মিয়া ও তাদের সহযোগীরা।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রায়হান মুজিব অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নেতা আতিক মিয়ার সাথে তার পূর্ব বিরোধ রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমাকে নানান ধরনের হুমকি দিয়ে আসছিলো। সোমবার সকালে গৌরনদী বাসষ্ট্যান্ডের ইলিশ স্পেশাল লিমিটেড পরিবহনের বুকিং কাউন্টারে বসে টিকিট কাটতেছিলাম। এসময় আমাকে কাউন্টারের পাশে ডেকে নিয়ে আমার ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতা আতিক মিয়া, আরিফ মিয়া ও তার ভাই জিহাদ মিয়া। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা আতিক মিয়া।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দীন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply