বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : এক-এগারোর সময়কার মতো বিএনপির বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’–এর প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিএনপির ‘অনলাইন অ্যাকটিভিস্ট’–দের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, নির্বাচনে জেতার জন্য বিএনপির যত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে, তত বেশি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। তিনি লন্ডন থেকে এই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন। ‘জিয়া সাইবার ফোর্স’ (অনলাইনভিত্তিক সংগঠন)–এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি মহল, যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, তারা একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের সঙ্গে সম্পর্ক থাকা মিডিয়া হাউসের মাধ্যমে ঠিক এক-এগারোর সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়াল করা হয়েছিল, ঠিক একই রকম একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে।
এ প্রসঙ্গে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে অনলাইন অ্যাকটিভিস্টদের সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমি কেন্দ্রীয় অফিসে খোঁজ নিয়েছি, বিষয়টি এক রকম অথচ পত্রিকায় এসেছে আরেক রকম। সে জন্য আপনাদের সতর্ক থাকতে হবে।’
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আপনারা (অনলাইন অ্যাকটিভিস্ট) এগুলো যুক্তিতর্ক দিয়ে মানুষের সামনে তুলে ধরবেন। মানুষের কাছে এসব নিয়ে যেতে হবে। আপনারা যুক্তিতর্ক দিয়ে তরুণ ভোটারসহ ভোটারদের আগ্রহী করতে বিএনপির ৩১ দফা তুলে ধরবেন এবং বিএনপির পক্ষে জনমত গড়ে তুলবেন। অতীতেও আপনারা করেছেন, সামনেও আপনাদেরই করতে হবে। আপনারাই সুন্দর করে করতে পারবেন।’
তারেক রহমান বলেন, অনলাইন অ্যাকটিভিস্টদের মধ্যে মতপার্থক্য থাকলেও সবাই বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে কাজ করছেন। এখন আগের চেয়ে বেশি কাজ করতে হবে।
অতীতে বিএনপির অবদানের কথা উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পর থেকে বিএনপি যতবারই সরকার পরিচালনা করেছে, ততবারই শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষি এবং শিল্পে সবচেয়ে বেশি অবদান রেখেছে। দল হিসেবে একমাত্র বিএনপিই ভবিষ্যতে সরকারে গিয়ে কী করবে সে রোডম্যাপ (পথনকশা) দিয়েছে, আর কেউ কি তা দিয়েছে? বিএনপি দুই বছর আগেই সংস্কারের রূপরেখা দিয়েছে।
ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অনলাইন অ্যাকটিভিস্টদের উদ্দেশে বলেন, ‘আমাদের যুদ্ধ শেষ হয়নি। ৫ আগস্ট আমরা নতুন করে বিজয় অর্জন করেছি। এখন নতুন করে আবারও যুদ্ধ শুরু হয়েছে। এ যুদ্ধ আমাদের অস্তিত্ব রক্ষার, আমাদের রাজনীতির, এ যুদ্ধ হচ্ছে জনগণকে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার।’
মির্জা ফখরুল বলেন, ‘৫ আগস্টের আগে সাইবার যোদ্ধারা লড়াই করেছে। তাদের এখন আবারও নতুন করে লড়াই করতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। এ চক্রান্তের বিরুদ্ধে আমাদের যোদ্ধারা জয়ী হবেন, এ বিশ্বাস আমার আছে।’
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনলাইন অ্যাকটিভিস্টদের মধ্যে হুমায়ুন কবির, সোনিয়া আক্তার, মোস্তফা কামাল পলাশ, নাহিদ ওয়াসিফ ফাইজান, ওয়াহিদ-উন নবী বক্তব্য দেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply