বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ কর্তৃপক্ষের মওকুফ করা সেশন ফি পুনরায় দাবি করায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারন।
শিক্ষার্থীরা জানান, গত বছর স্নাতক ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের করোনার সময়ে বেতন-ফিসহ সব অকার্যকর ফি মওকুফের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে কলেজ প্রশাসন অকার্যকর ফি বাবদ ৬০০ টাকা মওকুফ করতে বাধ্য হয়। কিন্তু তৃতীয় বর্ষে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফরম পূরণের সময় পুনরায় সেই মওকুফকৃত ফি বকেয়া হিসেবে আদায়ের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে নয়টায় বিএম কলেজ জিরো পয়েন্টে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা বলেন, আজ তাঁদের টেস্ট পরীক্ষা ছিল। কলেজ থেকে জানানো হয়, যাঁরা ফি দেননি, তাঁরা টেস্ট পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এরপরই শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply