বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার ও হুমকি দেওয়াসহ ফেল করানোর অভিযোগে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিএম কলেজ প্রথম গেট সংলগ্ন মৃত্তিকা ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা জানায়, বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাহমুদুল হক ইসলামকে অপসারণ করতে হবে। এই বিভাগীয় প্রধানের কারণে মৃত্তিকা বিভাগের ১১ জন শিক্ষক অন্যত্র চলে গেছে, বর্তমানে ৫ জন শিক্ষক দিয়ে মৃত্তিকা বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এতে করে সাধারণ শিক্ষার্থীদের পড়াশুনা ব্যহত হচ্ছে। তাই আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণ করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মৃত্তিকা বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করে তার রুমে তালা দিয়েছিল।পরে তাদের আশ্বাস দেওয়া হলে তারা তালা খুলে দেয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply