বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

Welcome! Thank you for visiting our newspaper website.
প্রধান সংবাদ :
গৌরনদীতে সম্পত্তি দখলের পাঁয়তারায় চলাচলের রাস্তা কেটে ফেলে নরসুন্দরকে নির্যাতন মানুষ মদিনার ইসলামে বিশ্বাসী, ‘মওদুদীর ইসলামে’ নয় : সালাহউদ্দিন আহমেদ কবে দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন পিএস নূরউদ্দিন অপু বাকেরগঞ্জে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বানারীপাড়ায় অগ্নিকান্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই বরিশালে এখন সাংবাদিকতা মানে চা আর কমিশন! ট্রাম্পের ভাষণের সময় ইসরায়েলের পার্লামেন্টে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি’র দাবি তুলেছেন এমপি আইমান ও কাসিফ দ্রুত দেশে ফিরে নির্বাচনে অংশ নিবেন তারেক রহমান বরিশাল মৎস্যজীবী দলের সভাপতি রুস্তম আলী মল্লিকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ বরিশালে সুরুজ গাজী হত্যার নেপথ্যে যুবদল নেতা উলফাত রানা রুবেলের চাঁদাবাজির ভাগ-বাটোয়ারা!
বিশ্বকাপ উন্মাদনা : সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় হতাশ আর্জেন্টিনা সমর্থকরা, উচ্ছ্বাসে মেতেছে বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা

বিশ্বকাপ উন্মাদনা : সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় হতাশ আর্জেন্টিনা সমর্থকরা, উচ্ছ্বাসে মেতেছে বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা

বিশ্বকাপ উন্মাদনা : সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় হতাশ বিশেষ প্রতিনিধি আর্জেন্টিনা সমর্থকরা, উচ্ছ্বাসে মেতেছে বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা
বিশ্বকাপ উন্মাদনা : সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় হতাশ বিশেষ প্রতিনিধি আর্জেন্টিনা সমর্থকরা, উচ্ছ্বাসে মেতেছে বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা

বিশেষ প্রতিনিধি, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের কাছে হেরে গেলো মেসির আর্জেন্টিনা। এতে বিশ্বজুড়ে রীতিমতো হতাশ সমর্থকরা। এর ঢেউ লেগেছে বাংলাদেশের সর্বত্র। পাল্টা চিত্র দেখা গেছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। প্রতিপক্ষ আর্জেন্টিনার পরাজয়ে উচ্ছ্বাসে মেতেছে বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা। আর্জেন্টিনার ভক্তরা বলছেন, প্রিয় দল হেরে যাওয়ার বিষয়টি আশা করিনি। ভাবনারও অতীত অঘটনা ঘটলো  মঙ্গলবার ( ২২ নভেম্বর) দোহার লুসাইল স্টেডিয়ামে। এটা সহজেই আমরা মেনে নিতে পারছিনা। বলছেন, প্রিয় দলের জয় না হওয়ায় আমরা হতাশ।

বিশ্বকাপের উন্মাদনার আমেজ বাংলাদেশের প্রত্যন্ত জনপদেও

বিশ্বকাপের উন্মাদনায় আয়োজক দেশ কাতার থেকে এই আমেজ চলছে বাংলাদেশের প্রত্যন্ত জনপদেও। প্রিয় দলের পতাকা নিয়ে, জার্সি গায়ে করা হচ্ছে শোভাযাত্রা।

হতাশ আর্জেন্টিনা সমর্থকরা

লুসাইলের আইকন স্টেডিয়ামে আকাশি-সাদা জার্সিধারী সমর্থকদের মিলনমেলা বসেছিল। লিওনেল মেসির নেতৃত্বে দুইবারের চ্যাম্পিয়নদের সূচনা দেখার অপেক্ষায় সবাই। একেবারে অপ্রত্যাশিত। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গেলো লিওনেল মেসির আর্জেন্টিনা। অনেক আশা নিয়ে প্রিয় দলের খেলা দেখতে এসে শুরুতে বড় ধাক্কা খেতে হয়েছে। সৌদি আরবের বিপক্ষে এগিয়ে থেকেও হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে! এমন একটি ফল হবে কেউ স্বপ্নেও কল্পনা করেনি। এতে হতাশা ভড় করছে আর্জেন্টিনা ভক্তদের মাঝে। আবার অনেক ভক্তদের মাঝ থেকেই বলা হচ্ছে- বিশ্বকাপের শুরুতে সৌদি আরবকে ছাড় দিয়ে খেলছেন মেসির আর্জেন্টিনা। যেনো ইচ্ছে করেই সৌদি আরবকে জয়ী করা হয়েছে। একা মেসির আর্জেন্টিনার খেলার রোডম্যাপের কৌশলও হতে পারে। ভক্তরা বলছেন, পরের ম্যাচে ঘুরে না দাঁড়ালে ১৯৮৬ সালের পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন যে কঠিন থেকে কঠিন হবে।

ম্যারাডোনার উত্তরসূরিদের খেলায় ভক্তদের হতাশা কণ্ঠ

৮০ হাজার দর্শক ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে একটু পরপরই উল্লাসে ফেটে পড়ছিল সবাই। কোনও সময় আর্জেন্টিনা আবার সৌদি আরবের সমর্থকরা। মেসির নেতৃত্বে শুরুর ম্যাচ থেকে উদ্ভাসিত খেলবে ম্যারাডোনার উত্তরসূরিরা-এমনটি প্রত্যাশিত থাকলেও হিতে বিপরীতই হলো ! সব ধারণাকে উড়িয়ে সৌদি আরবের জয়গান হয়েছে। হতাশা কণ্ঠে ভক্তদের হতাশা ব্যক্ত করেন যে, ‘এই আর্জেন্টিনাকে দেখতে চাননি তারা ‘

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা

৮০ দশকে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে উন্মাদনার শুরু। একপর্যায়ে দেশে রঙিন টেলিভিশন কেনা বেড়ে যায়। এরপর ভক্তরা ব্রাজিল ও আর্জেন্টিনার রংবেরঙের জার্সি পড়ে বিশ্বকাপ উন্মাদনা মেতে উঠে।

ম্যারাডোনার আর্জেন্টিনা

বিশেষ করে ফুটবল বিশ্বকাপে দিয়েগো আর্মান্দো মারাদোনা, যিনি দিয়েগো মারাদোনা নামে সুপরিচিত। ১৯৮৬ সালের বিশ্বকাপে তাঁর খেলোয়ার প্রেমিরা মনে গেথে আছে।

বাংলাদেশে ফুটবল খেলা অন্ধকারে

বাংলাদেশে বিশ্বকাপ উন্মেদনায় ভক্তদের এতো ভালোবাসা। তবে বাংলাদেশে ফুটবলের উন্নতি নেই, শুধুই অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। অবাক-বিশ্বকাপের সময়ে নিজের দেশের ফুটবল খেলা অন্ধকারের মাঝে দাড়িয়ে বেশিরভাগই ব্রাজিল-আর্জেন্টিনাকে সমর্থন করছেন। ফুটবলে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান ১৯২তম। শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। আর্জেন্টিনা ঢুকে পড়েছে শীর্ষ তিনে।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অঘটন : ব্যর্থতার পরিচয় মেসির আর্জেন্টিনা

প্রথমার্ধে আর্জেন্টিনাকে নিজেদের রূপেই দেখা গিয়েছিল; কিন্তু দ্বিতীয়ার্ধে মেসিদের দেখা গেলো সৌদি আরবের আক্রমণ ঠেকাতেই ব্যাস্ত। ৪৮-৫৩ এই মাত্র ৫ মিনিটের দুটি আক্রমণেই তছনছ হয়ে যায় আর্জেন্টিনার ডিফেন্স। এই দুটি আক্রমণ থেকেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অঘটনের দুটি গোল হজম করলো লা আলবিসেলেস্তারা।
তবে, দ্বিতীয়ার্ধে সৌদি আরবের খেলা সবার মন জয় করে নিয়েছে। মনে হচ্ছিল সৌদি আরব আর্জেন্টাইনদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং আর্জেন্টিনা হয়ে গেছে সৌদি আরব।
তবুও শেষ দিকে প্রায় ১০ মিনিট এবং অতিরিক্ত (ইনজুরি টাইম) আরও ১০ মিনিট এককভাবে খেলেছে আর্জেন্টিনা। চেষ্টা ছিল একটি গোল অন্তত বের করে আনা। কিন্তু দুর্ভাগ্য তাদের। সৌদি আরবের ডিফেন্স এতটাই শক্তিশালী ছিল যে, মেসিদের একের পর এক চেষ্টা বিপলে চলে যায়। এমনকি শেষ মুহূর্তে (ইনজুরি টাইমে) আর্জেন্টিনার নিশ্চিত একটি গোল লাইনে দাঁড়িয়ে হেড করে ফিরিয়ে দেন সৌদির এক ডিফেন্ডার।
তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছিলেন মোহাম্মদ আল ওয়েইসিস। অসাধারণ গোলকিপিং করেছেন তিনি। আর্জেন্টিনার অনেকগুলো নিশ্চিত গোলের সুযোগ তিনি ফিরিয়ে দিয়েছেন। উল্টো আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে দিয়েছেন ব্যর্থতার পরিচয়।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই তাদের ডিফেন্সের মারাত্মক ভুলে গোল হজম করে বসে লিওনেল মেসির দল। ৪৮তম মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত এক শটে লা আলবিসেলেস্তেদের জালে বল জড়ান সৌদি আরবের সালেহ আল সেহরি।
৫৩তম মিনিটে আবারও গোল। এবার সৌদি আরবের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সালেম আল দাওসারি রদ্রিগো ডি পল এবং নিকোলাস ওতামেন্দিকে কাটিয়ে ডান পায়ের দুর্দান্ত এক শটে বল জড়ান আর্জেন্টিনার জালে।
প্রথমার্ধে মোট চারবার সৌদি আরবের জালে বল জড়ায় আর্জেন্টিনা; কিন্তু অফসাইডের কারণে তিনটিই বাতিল হয়ে গেলো। পেনাল্টি থেকে করা মেসির গোলটি ছাড়া আর কোনোটিই বৈধ হলো না। ফলে, সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে থাকলো আর্জেন্টিনা।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা। ভিএআর চেক করে আর্জেন্টিনাকে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক নেন লিওনেল মেসি। গোলরক্ষককে ফাঁকি দিয়ে সহজেই বলটি সৌদি আরবের জালে জড়িয়ে যায়।
খেলার ৮ম মিনিটেই কর্নার কিক পেয়েছিল আর্জেন্টিনা। কিক নেন মেসি। এ সময় বক্সের মধ্যে লিয়ান্দ্রো প্যারেদেসকে ফেলে দেন আল বুলাইহি। এরপরই ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
৭ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার লিওনেল মেসির এটাই শেষ বিশ্বকাপ এবং এবারই শেষ সুযোগ তার বিশ্বকাপ জয়ের। সে লক্ষ্যেই সৌদি আরবের বিপক্ষে সূচনাটা ভালোই হয়েছে বলা যায় মেসির।
তবে এই পেনাল্টির পর দারুণ একটা পরিসংখ্যানও সামনে চলে এলো। ১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম পেনাল্টি থেকে গোল করলো আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে প্রভাব বিস্তার করে খেলার চেষ্টা করে আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই মেসির বাঁ পায়ের দুর্দান্ত একটি শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন সৌদি গোলরক্ষক আল ওয়েসিস।
৬ষ্ঠ মিনিটেই মেসির দারুণ একটি শট ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক। ৮ম মিনিটে কর্নার কিক করেন মেসি। আল ওয়েসিস পাঞ্চ করে বল ঠেকিয়ে দিলেও প্যারেদসকে ফেলে দেন আল বুলাইহি। ভিএআর চেক করে রেফারি জানালেন এটা ফাউল এবং পেনাল্টি।
২২তম মিনিটে একটি গোল করেন মেসি। কিন্তু লাইন্সম্যান আগেই ফ্ল্যাগ তুলে দাঁড়িয়ে থাকেন। জানালেন এটা ছিল অফসাইড। ২৮ মিনিটে লওতারো মার্টিনেজ গোল করেন। কিন্তু এবারও ভিএআরের কারণে দেকা গেলো তিনি ছিলেন অফসাইডে। সুতরাং গোল বাতিল। ৩৪ মিনিটে আরও একবার সৌদির জালে বল জড়ায় আর্জেন্টিনা। কিন্তু তার আগেই সাইড রেফারি জানিয়ে দেন- এটা ছিল অফসাইড।

কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর ফিফা র‍্যাঙ্কিংয়

গ্রুপ ‘এ’
কাতার: বর্তমানে অবস্থান ৩২তম (সর্বোচ্চ: ৪২)
ইকুয়েডর: বর্তমানে অবস্থান ৪৪তম (সর্বোচ্চ: ১০)
সেনেগাল: বর্তমানে অবস্থান ১৮তম (সর্বোচ্চ: ১৮)
নেদারল্যান্ডস: বর্তমানে অবস্থান ৮ম (সর্বোচ্চ: ১)
গ্রুপ ‘বি’
ইংল্যান্ড: বর্তমানে অবস্থান ৫ম (সর্বোচ্চ: ৩)
ইরান: বর্তমানে অবস্থান ২৩তম (সর্বোচ্চ: ১৫)
যুক্তরাষ্ট্র: বর্তমানে অবস্থান ১৪তম (সর্বোচ্চ: ৪)
ওয়েলস: বর্তমানে অবস্থান ১৯তম (সর্বোচ্চ: ৮)
গ্রুপ ‘সি’
আর্জেন্টিনা: বর্তমানে অবস্থান ৩য় (সর্বোচ্চ: ১)
সৌদি আরব: বর্তমানে অবস্থান ৫৩তম (সর্বোচ্চ: ২৩)
মেক্সিকো: বর্তমানে অবস্থান ১২তম (সর্বোচ্চ: ৪)
পোল্যান্ড: বর্তমানে অবস্থান ২৬তম (সর্বোচ্চ: ৫)
গ্রুপ ‘ডি’
ফ্রান্স: বর্তমানে অবস্থান ৪র্থ (সর্বোচ্চ: ১)
অস্ট্রেলিয়া: বর্তমানে অবস্থান ৩৯তম (সর্বোচ্চ: ১৪)
ডেনমার্ক: বর্তমানে অবস্থান ১০ম (সর্বোচ্চ: ৩)
তিউনিসিয়া: বর্তমানে অবস্থান ৩০তম (সর্বোচ্চ: ১৪)
গ্রুপ ‘ই’
স্পেন: বর্তমানে অবস্থান ৬ষ্ঠ (সর্বোচ্চ: ১)
কোস্টারিকা: বর্তমানে অবস্থান ৩৪তম (সর্বোচ্চ: ১৩)
জার্মানি: বর্তমানে অবস্থান ১১তম (সর্বোচ্চ: ১)
জাপান: বর্তমানে অবস্থান ২৪তম (সর্বোচ্চ: ৯)
গ্রুপ ‘এফ’
বেলজিয়াম: বর্তমানে অবস্থান ২য় (সর্বোচ্চ: ১)
কানাডা: বর্তমানে অবস্থান ৪৩তম (সর্বোচ্চ: ৩৩)
মরক্কো: বর্তমানে অবস্থান ২২তম (সর্বোচ্চ: ১০)
ক্রোয়েশিয়া: বর্তমানে অবস্থান ১৫তম (সর্বোচ্চ: ৩)
গ্রুপ ‘জি’
ব্রাজিল: বর্তমানে অবস্থান ১ম (সর্বোচ্চ: ১)
সার্বিয়া: বর্তমানে অবস্থান ২৫তম (সর্বোচ্চ: ৬)
সুইজারল্যান্ড: বর্তমানে অবস্থান ১৬তম (সর্বোচ্চ: ৩)
ক্যামেরুন: বর্তমানে অবস্থান ৩৮তম (সর্বোচ্চ: ১১)
গ্রুপ ‘এইচ’
পর্তুগাল: বর্তমানে অবস্থান ৯ম (সর্বোচ্চ: ২)
ঘানা: বর্তমানে অবস্থান ৬০তম (সর্বোচ্চ: ১৪)
উরুগুয়ে: বর্তমানে অবস্থান ১৩তম (সর্বোচ্চ: ২)
দক্ষিণ কোরিয়া: বর্তমানে অবস্থান ২৮তম (সর্বোচ্চ: ১৭)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved ©2022-2026 universalnews24.com
Design By Ahmed Jalal.
Design By Rana