বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম :
‘পরিবেশের উষ্ণতা বাড়িয়ে ভবিষ্যত ধ্বংস করো না’, ‘জীবাশ্ম জ্বালানী, পুড়ছে ধরণী’, ‘জলবায়ু ন্যায্যতা- এখন নয়তো কখন?’, ‘পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে’ এরকম নানা স্লোগান জলবায়ু ন্যায্যতায় তরুণ প্রজন্ম বৈশ্বিক জলবায়ু ধর্মঘট ২০২২ পালন করেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) অ্যাকশন এইড বাংলাদেশ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্রাইডেস ফর ফিউচারসহ ৭২টি দেশের তরুণদের বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এই জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে।
‘পরিবেশ নয়, আচরণ পাল্টান’, ‘আমার পৃথিবী, আমার দায়িত্ব’, ‘আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে’, জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করুন’, ‘পরিবেশের উষ্ণতা বাড়িয়ে ভবিষ্যত ধ্বংস করো না’, ‘জীবাশ্ম জ্বালানী, পুড়ছে ধরণী’, ‘জলবায়ু ন্যায্যতা- এখন নয়তো কখন?’, ‘পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে’, জলবায়ু ন্যায্যতায় তরুণ প্রজন্ম’, ভালোবাসা ছড়াও, নির্গমন নয়’- এমন নানা স্লোগান এবং চিন্তা-উদ্দীপক প্ল্যাকার্ড এবং পোস্টারের মাধ্যমে জলবায়ু ন্যাযতার দাবি জানান তরুণ জলবায়ু কর্মীরা।
ধর্মঘটকারীরা এক বিবৃতিতে জলবায়ু ন্যায়বিচারের সমর্থনে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সব দেশের প্রতি আহ্বান জানান। তারা বাংলাদেশ সরকারকে একটি ‘জলবায়ু জরুরি অবস্থা’ ঘোষণা করতে এবং বিশ্বনেতাদের অবশ্যই মুনাফার চেয়ে মানুষকে’ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
জলবায়ু বিজ্ঞানীদের কথা উল্লেখ করে তরুণরা দাবি করেছেন, বিশ্বের তাপমাত্রা আর অর্ধেক ডিগ্রিও বাড়লে খরা, বন্যা ও প্রচণ্ড গরমের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। যা কয়েক মিলিয়ন মানুষের ধ্বংস, বাস্তুচ্যুতি ও দারিদ্র্যের কারণ হবে। বিশেষত বিশ্বের দক্ষিণ অংশের দেশগুলোর মানুষের জন্য এটি একটি বিড়ম্বনার বিষয়।
জলবায়ু সুরক্ষায় আগামী নভেম্বরে মিশরের শার্ম-এল-শেখ-এ অনুষ্ঠিতব্য কপ ২৭ সম্মেলনে তরুণ প্রজন্মের কন্ঠস্বর তুলে ধরা এবং তাদের দাবীসমূহ বিবেচনায় রাখার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply