বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানে মোট এক হাজার ৫৮১ জন নিহত হয়েছে। আন্দোলনে আহত হয়েছে ৩১ হাজারের বেশি মানুষ। নিহতদের বেশির ভাগই তরুণ এবং দরিদ্র পরিবারের। যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক উপকমিটি এ তথ্য জানায়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী। যদিও এটাই চূড়ান্ত প্রতিবেদন নয় বলে জানান উপ-কমিটির কমিটির সদস্যরা। সংবাদ সম্মেলন তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় সারা দেশে আন্দোলনে শহীদ ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। আমাদের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ৫৮১ জন ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। তালিকা তৈরির কাজে আমাদের সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইসহ অন্যান্য বেশ কয়েকটি সংস্থা। পাশাপাশি বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।’
স্বাস্থ্যবিষয়ক কমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৭১৭ জনের তালিকা আছে। আমাদের এই ডাটা যাচাই-বাছাইয়ের পর এর সঙ্গে ওয়েবাসাইটের ডাটা আপডেট হবে। তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আমাদের প্রাথমিক তালিকাটি প্রতিটি জেলায় জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। এই কমিটি তথ্য যাচাই-বাছাইয়ের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা দেবে।’
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply