বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল ক্যাডেট কলেজের মেধাবী শিক্ষার্থী ইলহাম মিনসিজ জেনিথ বোর্ড চেয়ারম্যান’স ট্যালেন্ট অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছেন। এইচএসসি পরীক্ষার ফলাফল এবং সহপাঠে বিশেষ কৃতিত্বের জন্য তাকে এ পদকে ভূষিত করা হয়। সম্প্রতি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী মেধাবী ওই শিক্ষার্থীকে বোর্ড চেয়ারম্যান’স্ ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছেন। এ সময় বোর্ডের সচিব প্রফেসর সোমনাথ মোন্ডল, কলেজ পরিদর্শক প্রফেসর ড. লিয়াকত হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মানবিক মানুষ হয়ে দেশের সেবায় মানবতার কল্যানে যেন আত্মনিয়োগ করতে পারে
এদিকে, বোর্ড চেয়ারম্যান’স ট্যালেন্ট অ্যাওয়ার্ড (২০২২) অর্জন করায় মিনসিজ জেনিথ সকলের কাছে প্রত্যাশা করেন- তিনি যেন আগামীতে আরোও ভালো কিছু করতে পারেন। তিনি বলেন, সবার আগে আমি ভালো মানুষ হতে চান। মানবের কল্যানে দেশ ও জাতির সেবায় কাজ করতে চাই।
জেনিথের অর্জনে সকলের কাছে দোয়া-আর্শিবাদ কামনা করেছেন জেনিথ।
বোর্ড চেয়ারম্যান’স ট্যালেন্ট অ্যাওয়ার্ড অর্জন করায় জেনিথ এর গর্বিত পিতা মাতা সকলের কাছে দােয়া চেয়ে ইউনিভার্সেল নিউজকে বলেন, জেনিথের ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মানবিক মানুষ হয়ে দেশের সেবায় মানবতার কল্যানে যেন আত্মনিয়োগ করতে পারে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply