বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : পিরোজপুরের ভান্ডারিয়ার নতুন কায়দায় প্রতারণার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভান্ডারিয়া থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করা হয়েছে। ডায়েরী নং- ২২৫। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর আউরা গ্রামের বাসিন্দা স্বপন কর্মকার সাধারন ডায়েরি দায়ের করেন।
ডায়েরী সূত্রে জানা যায়, অভিযোগকারী পেশায় একজন জুয়েলার্স ব্যবসায়ী। তার কাঠালিয়া বন্দরে নিউ শ্রী গুরু জুয়েলার্স নামীয় স্বর্নের দোকান আছে। কিন্তু ঘটনার দিন গত ০৩ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে ০১৭০০৯৮৯৫৫৫ নাম্বার থেকে ওই অভিযোগকারীর মুঠোফোনে ভান্ডারিয়া বন্দরস্থ গ্রাফিক্স মার্ট ডিজিটাল মুদ্রন সমাধান থেকে নিজেকে রাকিব নাম পরিচয়দানকারী এক ব্যাক্তি জানায়, (আপনি আমার মুদ্রন অফিস থেকে আপনার দোকানের নামে ১৫০০ (এক হাজার পাঁচশত) পিচ ক্যাশ মেমো প্রিন্ট করে নিয়াছেন । ওই ক্যাশ মেমো নেওয়ার সময় ৫০০/- (পাঁচ শত) টাকা বাকী রেখে যাওয়ার পর আজ পর্যন্ত আমার টাকা পরিশোধ করেন নাই। কিন্তু অভিযোগকারী স্বপন কর্মকার ওই মুদ্রন প্রতিষ্ঠান থেকে কখনই ক্যাশ মেমো প্রিন্ট করেন নাই।
এ প্রসঙ্গে অভিযোগকারী স্বপন বলেন, কোন প্রতারক চক্র আমার প্রতিষ্ঠান ও আমার সম্মান ক্ষুন্ন করার জন্য এমন চেষ্টার পাঁয়তারা করছে।
ভান্ডারিয়া থানা পুলিশ বলছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply