বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, ইউসুফ সেন্টু, বাউফল : পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন (৩৭) মৃত্যুবরন করেছেন। রোববার (১১ জুন) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টায় তিনি ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরিতে সরকারি প্রশিক্ষন অবস্থায় মারা যান। ইউএনও গত ৬ জুন ট্রেনিংয়ের জন্য ভারত যান। আল আমিন ২০২১ সালের ৩১ অক্টোবর মাসে বাউফলে যোগদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে। তার পিতার নাম মুক্তিযোদ্ধা হাসেম মাস্টার। তিনি দুই জমজ শিশু কন্যা সন্তানের জনক। তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে অফিসপাড়াসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
তার স্ত্রী বুশলা ইসলাম স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর দুই সন্তান নিয়ে বাউফলের সরকারী বাসভবন থেকে আমতলি উপজেলায় গ্রামের বাড়ি চলে যান।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আবদুল্লাহ আল সাদি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাউফলের ইউএনও ভারতে ট্রেনিংএ অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’
পটুয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিনের লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চালানো হচ্ছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply