বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : ভাষা সৈনিক, লেখক ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক আবদুল গফুর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার স্বামীবাগে আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। ভাষা সৈনিক আবুদল গফুরের ছেলে সাংবাদিক তারেক আল বান্না বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারিক সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টায় জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে মীরপুরে বুদ্ধিজীবী কবরাস্থানে দাফন করা হবে তার মরদেহ।
তমদ্দুন মজলিশের সদস্য ছিলেন আবদুল গফুর। রাষ্ট্রভাষা বাংলা করার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথের বিক্ষোভ-সংগ্রামে অংশ নেন তিনি। ভাষা আন্দোলনের সময়ে ‘সৈনিক’ পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন আবদুল গফুর। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর কিছু দিন সরকারি চাকরি করেন আবদুল গফুর। অবশ্য তিনি শিক্ষকতা ও সাংবাদিকতাকেই জীবনের পাথেয় করে নেন। ঢাকার আবু গিফারী কলেজ ও ফরিদপুরের রাজেন্দ্র কলেজে ১৭ বছর শিক্ষকতা করেছেন তিনি। ইসলামিক ফাউন্ডেশনে প্রকাশনা পরিচালক ও দারুল উলুমের সুপারিন্টেন্ডেট হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। আবদুল গফুর দৈনিক মিল্লাত, দৈনিক আজাদ, দৈনিক দেশ, দৈনিক ইনকিলাব, ইংরেজি দৈনিক পিপল, দৈনিক নাজাতসহ আরও পত্রিকায় কাজ করেছেন।
এদিকে, আবদুল গফুর এর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহল শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আবদুল গফুরের মৃত্যুতে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ওবায়দুর রহমান শাহীন, বাছির জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের শহিদুল ইসলাম, খুরশীদ আলম, ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। এছাড়া, আবদুল গফুর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ইউনিভার্সেল নিউজ এর পরিবারবর্গ।
প্রসঙ্গত, ভাষা আন্দোলনের কিংবদন্তি অধ্যাপক আবদুল গফুর ১৯২৯ সালের ১৯ ফেব্রুয়ারি বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ির দাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply