বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : ভোট নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ মার্চ) বিকালে বাড্ডায় মহানগর বিএনপির এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে।
তিনি বলেন, “আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে-বিদেশ, আপনাদেরকে আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্যে। আমরা সেটা হতে দেব না, খুব পরিস্কার কথা।”
‘‘আপনারা সবাই সজাগ থাকবেন, সর্তক থাকবেন। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সমস্ত ষড়যন্ত্র-চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাল্লাহ।”
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের মধ্যে বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে।
তবে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষর্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি দল সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচন দাবি করে আসছে, যার বিরোধিতা করছে বিএনপি।
মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকেই দেব, এই অবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখনো বলছি, আমরা এখনো রাস্তায় নামি নাই।
“কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে। আমি কথাটা বলছি এজন্যে যে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।”
দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “খুব পরিস্কার কথা। যে যেখানেই থাকেন, সেই ইউনাইটেড স্টেটে থাকেন, ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করবার চেষ্টা করেন।
“আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদেরকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপথে পরিচালিত করতে পারবে না।”
মির্জা ফখরুল বলেন, “পরিস্কার কথা। আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নই, আমরা আমেরিকার পক্ষেও নই, আমরা ইংল্যান্ডের পক্ষেও নই। তিনি বলেন, “আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিস্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশি।”
মির্জা ফখরুল বলেন, “৯০ শতাংশ নেতা-কর্মীকে জেলে নিয়েছিল। আমাদের ২০ হাজারের মতো নেতা-কর্মীকে, শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার, তারা হত্যা করেছিল। প্রায় ১৭০০ নেতা-কর্মীকে গুম করেছিল। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা-গায়েবী মামলা দিয়েছিল। পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম।”
“সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি। আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে তার অশেষ রহমতে, আমার কাছে মনে হয়, আল্লাহ তাআলার অশেষ অলৌকিক শক্তি, তার মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছেন আল্লাহ তাআলার নির্দেশে। যে অত্যাচার-নির্যাতন তিনি মানুষের ওপরে করেছেন সেখান থেকে আপাতত মুক্তি পেয়ে একটা মুক্ত পরিবেশে একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি।”
রাজধানীর বাড্ডার মাদানি সড়কে বেরাইদ ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি ৪২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিন। বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম। উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, আখতার হোসেন, আলফাজ উদ্দিন, এ জি এম শামসুল হক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply