বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া কৃষক দল নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের বাসিন্দাদের ওপর ভয়াবহ হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও দোষীদের চিহৃিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সংসদের সভাপতি অর্পণা রায় দাস সাধারণ সম্পাদক সমীর কুমার বসু। সোমবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক বঙ্কিম চন্দ্র সরকার স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ তথ্য জানা গেছে।
প্রেস বার্তায় বলা হয়- আমরা জানতে পেরেছি ইতোমধ্যে ১৮টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং অসংখ্য পরিবার নিরাপত্তাহীনতা ও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কৃষক দলের একজন নেতার নৃশংস হত্যাকাণ্ডে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় সংসদ গভীর শোক প্রকাশ করেছে। এই নির্মম মৃত্যু আমাদের সকলের জন্যই বেদনার। আমরা তাঁর পরিবার ও পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি অর্পণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা মনে করি একটি অপরাধকে অজুহাত করে শান্তিপ্রিয় ধর্মীয় সম্প্রদায়ের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালানো রাষ্ট্রের আইন শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এর সঙ্গে জড়িত উগ্রচক্র ও সন্ত্রাসীদের দ্রুত চিহৃিত করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূখ শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, মতুয়া অধ্যুষিত ডহর মশিয়াহাটির বারিধা গ্রামে বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় পিন্টু বিশ্বাসের বাড়িতে একটি মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জের ধরে সালিশ চলছিল। বৈঠকে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদার (৫০)। সালিশে দু’পক্ষ গোলযোগে জড়িয়ে পড়ে। সেখানে চুক্তিপত্র করার সময় হট্রগোলের সৃষ্টি হলে অজ্ঞাত ৭/৮ দুর্বৃত্ত ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কৃষক দল নেতা তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে তরিকুল ইসলামকে হত্যা করে পালিয়ে যায়। ধোপাদি গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে তরিকুল। এরপর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে বাড়েদা পাড়ায় হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসব চলার মধ্যে হামলা করে ১৮টি বাড়ি পুড়িয়ে দেওয়া সহ ও ভাঙচুর, লুটপাট চালায় দুর্বৃত্তরা। ভবদহ অঞ্চলের বিলের মধ্যেই অবস্থিত এ গ্রামটিতে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা বসবাস করেন, যাদের বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের। সেদিন মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক যজ্ঞ উপলক্ষ্যে প্রায় পাঁচ থেকে ছয়শো মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল। আগুনে প্রায় চার ঘণ্টা ধরে জ্বলে পুড়েছে এ গ্রামের বাড়িগুলো। স্থানীয় অপর একটি সূত্রের ভাষ্য, হত্যাকে ঘিরে তরিকুল ইসলামের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। এবং তারা খুনের সন্দেহভাজন পিন্টু বিশ্বাসের তিনটি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে ওই বাড়ির পাশের বাড়িঘরে আগুন দেয়া হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply