বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, গৌরনদী : আমাদের হৃদয় ও মনোজগৎ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে হবে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে- ফ্যাসিবাদ কিন্তু কোনো ব্যক্তির নাম না, ফ্যাসিবাদ একটি মানসিক রোগের নাম। সেই রোগে আক্রান্ত পতিত সরকার পলাতক হলেও ফ্যাসিবাদী অসুস্থ মানসিকতা আমাদের মধ্যেও থেকে যেতে পারে। শুক্রবার সন্ধ্যায় (৭ মার্চ) ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেসক্লাবের আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন- আমাদের হুঁশিয়ার থাকতে হবে যে, ফ্যাসিবাদী মনোজগত নিয়ে দেশ, সমাজ, শাসন থেকে শুরু করে কোথাও গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা যাবে না। সবার মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যবোধ না থাকলে কিন্তু সবাই মিলে একসঙ্গে পথ চলা যায় না। কোনো ভিন্নমত, কোনো ভিন্ন চিন্তা মানেই যে একটা শত্রুতা, এটা কিন্তু গণতান্ত্রিক মূল্যে বোধ হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন ও সদস্য সচিব ফরিদ মিয়া।
বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ভোরের কাগজের চিফ রিপোর্টার খোন্দকার কাওসার হোসেন, প্রেসক্লাবের কো- আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান, প্রবাসী বিএনপি নেতা বদরে আলম প্রমুখ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply