বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : ‘মব’ সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে কথিত জনতা।পরে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার (২২ জুন) বিকেলে উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায় তার বাসা ঘেরাও করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ বলছে, কিছু লোক তার বাসায় গিয়ে ‘মব’ সৃষ্টি করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, উত্তরা পশ্চিম থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে।
এর আগে দুপুরে শেরেবাংলা নগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় উত্তরায় কে এম নূরুল হুদার বাসায় দল বেঁধে হামলার ঘটনা ঘটল।
কে এম নূরুল হুদাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, একদল ব্যক্তি ‘মব’ সৃষ্টি করে কে এম নূরুল হুদার বাসায় যান। এ সময় ডিম ছুড়ে মারাসহ তাকে নানাভাবে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
কে এম নূরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির। নূরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে আসছে দলটি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply