বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় রোববার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হামিদ রোববার সুলতানা আহমেদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন। বরিশালে বিএনপির সমাবেশ থেকে রোববার ঢাকায় ফেরার পর গুলশানে যাচ্ছিলেন সুলতানা আহমেদ। পথে র্যাব-৩–এর একটি দল তাঁকে আটক করে। পরে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সুলতানা আহমেদের সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পল্টন থানা পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সুলতানা আহমেদের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। মামলায় অভিযোগ আনা হয়েছে, সুলতানা আহমেদ সম্প্রতি প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ ও বিচার বিভাগ নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ‘গত ১ সেপ্টেম্বর পল্টনে বিএনপির কর্মসূচি চলাকালীন প্রকাশ্যে সংবাদকর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সুলতানা আহমেদ। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন।’ মামলা দায়েরের পর আজ সকালে সুলতানাকে গ্রেফতার করে র্যাব।
বরিশালে বিএনপির সমাবেশ থেকে রোববার লঞ্চে ঢাকার সদরঘাটে পৌঁছার পর গুলশানে যাচ্ছিলেন সুলতানা আহমেদ। র্যাব-৩ এর একটি টিম তার গাড়ি আটক করে র্যাব কার্যালয়ে নিয়ে যায়। রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শনিবার বরিশাল শহরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে ঢাকা পৌঁছালে তাকেসহ অন্যদের আটক করে নিয়ে গেছে র্যাব।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply