বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের মাধবপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাংশা গ্রামের বাসিন্দা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সভাপতি সাত্তার মোল্লার সম্পত্তি দখল করে নিতে মরিয়া হয়ে নানা ধরণের কুটচালের মিশন চালিয়ে আসছে এক কুচক্রিমহল। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের কাছে সাত্তার মোল্লা এ অভিযোগ করেন।
অভিযোগে সাত্তার মোল্লা বলেন, আমার সম্পত্তি জোরপূর্বক দখলে নিতে একের পর এক নাটক সাজিয়ে মিথ্যাচার চালিয়ে আসছে স্থানীয় রানু বেগম গং। এরা এরআগে নিজেরা নাড়ারপালায় আগুন দিয়ে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। সেই মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। এভাবে একের পর এক নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে আসছে। এবং আমাকে সামাজিকভাবে আমার ভাবমূর্তি নষ্ট করতে নানাবিধপন্থায় মিথ্যাচার চালাচ্ছে। এই রানুদের ইন্ধন দাতা হলো বহু অপকর্মের হোতা এলাকায় সন্ত্রাসী-ধান্ধাবাজা হিসেবে পরিচিত মধ্য পাংশা গ্রামের তােরাব আলী এবং আনিচ নামের ব্যক্তি। এরাই বিভিন্নভাবে আমাকে সহ আমার পরিবারের সদস্যদের অব্যাহতভাবে হয়রানি করে আসছে। তিনি বলেন, সন্ত্রাসী তোরাব আলীর বিরুদ্ধে এলাকায় রয়েছে অসংখ্য অভিযোগ। তোরাবের অপকর্মের বিরুদ্ধে আরো আগে সাংবাদিক সন্মেলনও করেছিলাম।
স্থানীয় সাত্তার মোল্লা অভিযোগ করে বলেন, এই তোরাব আলী-আনিচ চক্রের ইন্ধনে বার বার নাটক সাজিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে আসছে। এরইধারাবাহিকতায় রানু বেগমের ওপর নাকি আমরা হামলা চালিয়ে জখম করেছি বলে এলাকায় মিথ্যাচার চালিয়ে আসছে। অথচ হামলার যে সময়ের কথা বলা হয়েছে সেসময়ে আমি বরিশাল কোর্টে ছিলাম। এবং আমার ভাই সহ পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে ছিল না।
তিনি আরো বলেন, এটা রানুদের আবার নতুন একটা নাটক। রানুদের ওপর আমাদের পরিবারের কেউ হামলা করে নি। তারা নিজেদের মধ্যে মারামারি করে আঘাতপ্রাপ্ত হয়ে মেডিকেল ভর্তি হয়। এরপর আমার এবং আমার পরিবারের ওপর দোষ চাপানো হচ্ছে। আমি সন্ত্রাসী তোরাব আলী সহ তার সাঙ্গপাঙ্গ এবং রানুদের নাটেকের বিরুদ্ধে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
এদিকে রানু গংরা বলছেন, সম্পত্তি আত্মসাত করতে আমাদের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে সাত্তার মোল্লা গং।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply