বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
দেশ, মাটি ও মানুষের প্রতি অগাধ ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের জাহিদুল ইসলাম মামুন। ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বরিশাল বিভাগের জনস্বার্থে বিজ্ঞাপন মুক্ত তথ্য গাইড প্রকাশ করে আসছেন তিনি। বরিশাল বিভাগের জনস্বার্থে ধারাবাহিকভাবে তথ্য গাইড প্রকাশ করার উৎসাহের রহস্য উদঘাটনের জন্য অনলাইন নিউজ পেপার ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম জাহিদুল ইসলাম মামুন এর একটা সাক্ষাৎকার নেয়ার সিদ্ধান্ত নেয়। এরইপরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর ২০২২ তথ্য গাইড প্রকাশক ও সম্পাদক জাহিদুল ইসলাম মামুনের মুখোমুখি হন ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক আহমেদ জালাল।
মামুনের কথা শুনে অনেকটা অবাক ও বিস্মিত হলাম। জনস্বার্থে তাঁর সাতটি গাইড বই প্রকাশ করার পিছনে রয়েছে শুধুই দেশ মাতৃকার প্রতি অগাধ ভালোবাসা। জনস্বার্থে বিজ্ঞাপন মুক্ত ধারাবাহিকভাবে তথ্য গাইড প্রকাশে প্রমাণ করে মানুষের মাঝে দেশের সম্মান তুলে ধরার কত যে গভীর ভালোবাসা ও আপ্রাণ চেষ্টায় ব্রত জাহিদুল ইসলাম মামুন।
অনলাইন নিউজ পেপার ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম সমাজের দায়বদ্ধতা থেকেই এই অজানা ঘটনাগুলো জাতির নিকট তুলে ধরার সিদ্ধান্ত নেয়।
জাহিদুল ইসলাম মামুন ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বরিশাল বিভাগের ওপর তথ্য ভিত্তিক গাইড বই প্রকাশ করে আসছেন। তাঁর প্রথম তিনটি গাইড বই বরিশাল বিভাগের সহকারী, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও মানুষের দৈনন্দিন জীবনের অতি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রতিষ্ঠান ফোন, মোবাইল ও ইমেইল ঠিকানা ছিল। মানুষের প্রয়োজনে প্রকাশিত বই গুলো খুবই জনপ্রিয়তা পায়।
অপরদিকে, ২০২০ সালে করোনাকালীন সময়ে ঘরবন্ধি ঠিক সেই সময় ফেসবুকে নিজস্ব একাউন্ট থেকে ১৫০ জন গুনি মানুষের জীবন বৃত্তান্ত বর্ণনা করে পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণাঞ্চলে আলোচিত ছিল তাঁর নামটি।
তথ্য ভিত্তিক গাইড এর প্রকাশক ও সম্পাদক জাহিদুল ইসলাম মামুন অনলাইন নিউজ পেপার ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল বিভাগ ও জেলার জনস্বার্থে বিজ্ঞাপন মুক্ত সাতটি তথ্য ভিত্তিক প্রকাশিত গাইড বই গুলো বিভাগের ৬ জেলা ৪২ উপজেলার সব বয়সের পাঠকদের মাঝে খুব স্বল্প মূল্যে বিশ হাজার কপি বই ইতিমধ্যে বিক্রি হয়েছে। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের কর্মি বা সমর্থকও নই। কারণ হিসেবে মামুন বলেন, আমি সময় পেলে কোনো বিষয়ে লেখালেখি করি। এটা আমার শখ। মামুন এর ভাষ্য, সাহসী কলম যোদ্ধাদের নিকট থেকে সংবাদের নিরপেক্ষতা শিখেছি। এজন্যই নিজেকে রাজনীতিমুক্ত রাখতে চেষ্টা করেছি। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে সাদামাটা জীবনযাপন করতে ভালোবাসি। কতটা নিজে সফল হয়েছি বা কি পেয়েছি তা ভাবিনি কখনও।
তথ্য ভিত্তিক গাইড প্রকাশক ও সম্পাদক মামুন বলেন, আমি যা-ই লিখি অন্তত কোনো পাঠক যাতে বলতে না পারে টাকা খেয়েছে অথবা এই লোক অমুক দলের কান্ডারি। আমার একটি লেখা যদি কমপক্ষে দশজনে পড়ে আর যদি ছয় জনে মনে করে লেখাটি নিরপেক্ষ সেটাই আমার অর্জন।
দল সমর্থক নই এটা যেমন সত্য, তেমন-ই আমার নিকট যে রাজনীতিবিদ পছন্দ, কর্মঠ, সমাজ তথা দেশের উন্নয়নে কাজ করেছে বা করছে সেই রাজনীতিবিদকেই আমার ভালো লাগে। শুধু তাই নয়, সেই রাজনীতিবিদকে আমি সম্মান করি। তাঁর গুনকীর্তন করতে পছন্দ করি। একজন আদর্শ রাজনীতিবিদ কোন দল করেন সেটি তাঁর ব্যাপার। তিনি সমাজ উন্নয়নে অবদান রাখলে কেনো আমি তাঁর কাজের মুল্যায়ন করব না।
বরিশাল বিভাগের সংক্ষিপ্ত তথ্য ভিত্তিক ইতিহাস, ঐতিহ্য, গৌরবময় অর্জন, ভাষা আন্দোলন স্বাধীনতা আন্দোলনে এবং বরণ্যে ব্যক্তিদের জীবনীর ওপর লেখা বইটি জাহিদুল ইসলাম মামুন নিজেই বরিশাল বিভাগের সরকারী, বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সহ আরও বিভিন্ন স্থানে আট বছর ধরে ফেরী করে বিক্রি করে আসছেন । তিনি ২০১৪ সাল থেকে প্রতি বছর নতুন তথ্য সংযুক্ত করে নতুন নামে বরিশাল বিভাগের জনস্বার্থে তথ্য ভিত্তিক গাইড বই প্রকাশ করেন। তাঁর প্রকাশিত বই এর সংখ্যা সাত। বিক্রির পরিমাণ বিশ হাজার কপি।
তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, নিজের লেখা বই নিজেই ফেরী করে বিক্রি করার কারণ কি? উত্তরে তিনি বললেন, ‘আমার বই আমি নিজে বিক্রি করতে আনন্দ পাই’।
জাহিদুল ইসলাম মামুন এর বাড়ি বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের পলাশপুর এলাকায়। তাঁর পিতা সনদ বিহীন মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শ্রমিক নেতা প্রয়াত আবদুল জব্বার হাওলাদার। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে “পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন”-এর ব্যানারে আটঘর কুরিয়ানা পেয়ারা বাগানে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর ঘাট শ্রমিক, হোটেল শ্রমিক, হকার্স শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকায় শ্রমিক শ্রেনীর প্রতিনিধিত্ব করেন। তিনি একজন শ্রমজীবী মানুষের বিপ্লবী নেতা ছিলেন।
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
জাহিদুল ইসলাম মামুন : আপনাকেও ধন্যবাদ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply