বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম, বাউফল : মামলা না তোলায় বাউফলের মদনপুরায় বাদীর চলাচলের পথ ও কবরস্থানের রাস্তা আটকে দিয়েছে আসামীরা।
সরেজমিনে জানা যায়, মাসখানেক আগে মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমান মৃধাকে খুনের উদ্দেশ্যে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৩২৬ ,৩০৭,৩২৩ ৩২৪, ৩৭৯ ধারায় সিদ্দিকুর রহমান মৃধা বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিরা পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নিয়ে এসে বাদী ও সাক্ষীদেরকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে যে এই মামলায় যত টাকা পয়সা খরচ হয়েছে তার ক্ষতিপূরণ তোরা আমাদেরকে দিবি তা নাহলে তোদের কে এলাকা ছাড়া করব। এবং তোদের ব্যবসা-বাণিজ্য লুট করব ,তোদের পথে কাটা দিবো।
রোববার (২৬ মার্চ) রিয়াজ মৃধা, রাসেল মৃধা, ইসাহাক মৃধা, রফিক মৃধা ও অন্যান্য সকল আসামিরা বাদীর বাড়ির চলাচলের রাস্তায় টিন ও কাটা দিয়ে বেড়া দেয়। যাতে বাদি পথ দিয়ে বাড়িতে যেতে না পারে এবং ওই বাড়ির রাস্তা সংলগ্ন কবরস্থানের রাস্তায়ও বেড়া দেয়।
আসামিদের সন্ত্রাসী কর্মকাণ্ডে মামলার সাক্ষীরা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে আবার কোথায় মেরে ফেলা হয়, তাই এরকম অবস্থায় বাদী স্থানীয় প্রশাসন ও উচ্চতর প্রশাসনের কাছে সাহায্য ও সহযোগিতা চেয়েছেন। এ ব্যাপারে স্থানীয় থানার ওসি আল মামুন বলেছেন, অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply