বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও। কারণ, নির্মম হলেও সত্য তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের কল্যাণ বা উন্নয়ন নয়, কেবলই ক্ষমতায় আসবার সর্বোচ্চ চেষ্টা। আন্তর্জাতিক নারী দিবস পালন ও সাবেক জাপা নেত্রী কাজী মুন্নী আলম-এর নতুনধারায় যোগদান উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শনিবার (০৮ মার্চ) সকাল ১০ টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন- নির্মম হলেও সত্য যে, জাতিকে কষ্টে রাখার প্রতিযোগিতায় অতিতের মত এখানকার সরকারের একটি অংশ ভূমিকা রাখছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ৭ মাসে চরম বাজে সময় পার করছে। সেই সাথে সামাজিক অবক্ষয়রোধেও ব্যর্থ হয়েছে ছাত্রদের সমর্থনে গঠিত এই সরকার। সেই সাথে আছে আইন-শৃঙ্খলার চরম অবনতি। এই বর্তমান অবস্থা থেকে উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা চায়- অনতিবিলম্বে বেকারত্ব, দারিদ্র-দুর্নীতিরোধের পাশাপাশি সিগারেট-মাদক-জর্দা ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জরুরি হয়ে পড়েছে। তারা যদি দেশকে সত্যিই ভালোবেসে সরকার পরিচালনা করতে চায়, তাহলে এই কাজগুলো তারা করবে বলে আমি বিশ্বাস করি। তার ব্যতয় হলে বুঝে নেবে বাংলাদেশ যে, জাতি হিসেবে আমরা আবারো প্রতারিত-পরাজিত হয়েছি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply