সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান ও কিং খান শাহরুখের পর এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। ১৫ দিনে মধ্যে ক্ষমা না চাইলে ফল ভুগতে হবে বলে ভিডিও বার্তা দিয়েছে পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি। ভারতী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সম্প্রতি দুবাই থেকে দুটি ভিডিও প্রকাশ করেছে ভাট্টি। যেখানে মিঠুনকে বেলাগাম আক্রমণের পাশাপাশি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৭ অক্টোবর বিজেপির এক জনসভায় অমিত শাহের উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মিঠুন। মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক হুমায়ূন কবিরের এক মন্তব্য তুলে ধরেন তিনি। সেই বক্তব্যের জের ধরেই ভিডিও বার্তায় মিঠুনকে হুমকি দেওয়া হয়েছে। মিঠুনকে এমন হুমকি তাও আবার পাকিস্তানের গ্যাংস্টারের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই এই ঘটনার শোরগোল পড়ে গেছে।
এদিকে, কদিন আগে সালমানের ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন। গুঞ্জন রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হয়েছেন তিনি। এরপর থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একের পর এক খুনের হুমকি পেয়েছেন সলমন খান। একইভাবে খুনের হুমকি পান শাহরুখ। সেই তালিকায় এবার যোগ হল মিঠুনের নাম। বিদেশের মাটি থেকে দেওয়া হল হুমকি।
© All rights reserved ©2022-2025 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply