সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
আহমেদ জালাল : মিডিয়া ডন নয়, মিডিয়া মোঘল লিটন বাশার। সাধু সাজো, সাধু সাজা। রাষ্ট্র সমাজ ব্যবস্থায় সাধুর ভান করার সংখ্যা কম নয়। চন্দ্রদ্বীপের বাকলা নামের এই রাজ্যে একদা বাখেরগঞ্জ কালের পরিক্রমায় রূপ নেয় বরিশাল। দখিণের জনপদের মানুষ ইতিহাসের নানা অধ্যায়ে শোষন নীপিড়নের যাতাকল এবং শাসক শোষিতদের দাবড়ে বেড়ানোর নগ্ন উল্লাস দেখছে। সময়ের গতিপ্রকৃতিতে লিটন বাশার হয়ে উঠলেন সমাজের অনিয়ম অনাচার রুখে দিতে শোষিত বঞ্চিত অত্যাচারিতের পক্ষে প্রতিবাদী মানব। বরিশাল সাংবাদিকতায় নতুন দিগন্ত রচনার পথ ধরে হেঁটে ছিলেন প্রখর লেখনী শক্তির অধিকারী লিটন বাশার।
সমাজ সভ্যতায় অশুভ শক্তি বিরাজমান। আবার সমাজ সচেতন সংগ্রামী জনতার প্রতিরোধে বার বার রূখেও দিয়েছে অশুভ তৎপরতা। তবুও অসুররা এমনভাবে আছে যেন রাষ্ট্রীয় দাপট প্রদর্শন! রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাদাকে কালো আর কালোকে সাদা বানানোর কারিগড় দানবশক্তি। মানুষরূপী যারা অসুর তাদের সাধু সাজার ভান করার তীব্র প্রতিবাদী কন্ঠস্বর ছিলেন সাংবাদিক লিটন বাশার। সমাজ রাষ্ট্র ব্যবস্থার অসঙ্গতি অযৌত্তিক দৃষ্টিকটু এহেন বিষয়ের ছিলেন ঘোর বিরোধী। তিনি এখানকার সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাসে অগ্রগামী যোদ্ধা। সময়ের সাহসী কিবোর্ড যোদ্ধা। তিনি ইতিহাস ঐতিহ্যের বরিশালের মিডিয়া জঞ্জাটমুক্ত করতে অসুর কিংবা দানবদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর লড়াইয়ে অবতীর্ন হয়েছিলেন। মনস্তাতিক লড়াই। শুভ আর অশুভ শক্তির লড়াই। তাঁর লড়াইয়ে অনেকে একাত্মতা প্রকাশ করেও কেউ কেউ গোপন আতাতের সন্ধিচুক্তিতে মিলিত হওয়ার চাউর ঘটে। সভ্য সমাজে এটা চরম বেদনাদায়ক। তিনি জাতির বিবেকের এই অঙ্গনটা মিডিয়া ডন/ডনদের বলয় থেকে মুক্ত করতে চেয়েছিলেন।
মিডিয়ায় কোনো ডন থাকার তো প্রশ্ন আসে না, আর এজন্যই তিনি সভ্য সুন্দর শান্তিময় পরিবেশ তৈরিতে একজন মানবতাবাদী। তিনি সমাজ বিপ্লবী।
পরিশেষে লিটন বাশার দেহত্যাগ করলেও তাঁর আদর্শের লড়াই আরো গতিশীল করতে শোককে শক্তিকে পরিণত করার প্রত্যাশায়…
প্রসঙ্গত : সাংবাদিক লিটন বাশার ২০১৭ সালের ২৭ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি এক পুত্র ও স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্খি গুনগ্রাহী রেখে গেছে গেছেন। তাঁর মহাপ্রয়াণে কেঁদেছে নানা শ্রেনী পেশার মানুষ। সবর্ত্র শোকাময়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, লিটন বাশার অসুস্থ হলে তাঁকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত: ঘোষণা করে।
© All rights reserved ©2022-2025 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply