বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের মেহেন্দীগঞ্জে ‘‘মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডে অভিযানে ৪৪,৭০০ হাজার মিটার অবৈধ জাল, ১৬ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ৬ জেলেকে আটক করা হয়েছে। মৎস্য বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ (লেঃ বিএন) স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বার্তায় উল্লেখ করা হয়-‘‘মা ইলিশ সংরক্ষণ’’ অভিযান-২০২৩ উপলক্ষে গত ১২ অক্টোবর হতে আগামী ০২ নভেম্বর ২০২৩ পর্যন্ত সর্বমোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষে গত ১৭ অক্টোবর ২০২৩ তারিখ মঙ্গলবার সকাল ১১৩০ ঘটিকা হতে ২২.৪৫ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল, মৎস্য বিভাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ ও আনসার বাহিনী কর্তৃক বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলাধীন গজারিয়া নদীর বাকরজা, ভাসানচর, নলবুনিয়া, বামেরচর সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ৪৪,৭০০ মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল, ১৬ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ০৬ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মুল্য টাকা ১৫,৬৪,৫০০/০০ (টাকা পনের লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত মাত্র)। পরবর্তীতে জব্দকৃত জাল সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আলী হাসান, বরিশাল এর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ইঞ্জিন চালিত কাঠের নৌকা এর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও আটককৃত জেলেদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ০১ জন অপ্রাপ্তবয়স্ক ও ০১ জন বৃদ্ধ হওয়ায় ০২ জনকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ০৪ জনকে এক বছরের করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply