বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : রাজনৈতিক দলের সকল পর্যায়ে ৩৩% নারী প্রতিনিধিত্বের দাবিতে বরিশাল জেলা নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় বরিশাল সদর উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাকেরগঞ্জ পাদ্রিশিবপুর ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরামের সদস্য তাহমিনা আক্তার।
তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদ ৯০(খ) তে বলা ছিল যে রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই ২০২২ সাল অতিক্রম হলেও কোন রাজনৈতিক দল ওই শর্ত পূরণ করেনি।
বরিশাল জেলায় আওয়ামী লীগ এর ৭১ সদস্য কমিটিতে নারী ৩ জন। বিএনপির ৪৭ সদস্য কমিটিতে নারী ৪ জন। জাতীয় পার্টিতে মোট ১২৯ সদস্যর মধ্যে ৯ জন নারী। বাংলাদেশ কমিউনিষ্ট পার্টিতে ১১ সদস্য কমিটিতে নারী ২ জন, বাসদ কমিটিতে ১৭ সদস্যর মধ্যে ৪ জন নারী। জাসদ কমিটিতে ৫১ সদস্যর মধ্যে ৫ জন নারী রয়েছে। তবে ওয়ার্কার্স পার্টিতে ১১ সদস্যর মধ্যে কোন নারী নেই।
৬ দফা দাবির মধ্যে রয়েছে, ১. রাজনৈতিক দলসমূহে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যাপারে গণপ্রতিনিধিত্ব আদেশে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল (২০২০), তা যেহেতু ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে, নতুন একটি সময়সীমা বেঁধে দিয়ে তা অনতিবিলম্বে প্রকাশ করা হোক, এবং বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হোক। এই সময়সীমা হোক ২০২৫ সাল। ২. আগামী ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, এই শর্ত রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০-এ যুক্ত করতে হবে। ৩. জেলা, উপজেলা এবং ইউনিয়নে রাজনৈতিক দলের মূল কমিটিতে নারীর অংশগ্রহণ ও অগ্রগতি কতটুকু হলো তা নির্বাচন অফিস/কর্মকর্তারা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবেন। ৪. জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে নারীদের ৩৩% মনোনয়ন দেওয়ার শর্ত যুক্ত করা । ৫. রাজনৈতিক দলের কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে সম্মেলনের আয়োজন করা। উপজেলা এবং জেলার মূল কমিটিতে ৩৩% নারীর অর্ন্তভূক্ত করার উদ্যোগ গ্রহণ করা। কার্যনির্বাহী কমিটিতেও ৩৩% নারীকে সম্পৃক্ত করা। ৬. দলীয় মনোনয়নের ক্ষেত্রে দলকে সাহসী ও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। স্থানীয় পর্যায়ে কেবল মাত্র প্রতীকী অংশগ্রহণ নয়, নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং মনোনয়ন বৃদ্ধি করতে হবে।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলসমূহে ন্যূনতম ৩৩% আসনে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি আমরা জানাচ্ছি বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী। আমরা আশা করব দেশের সকল রাজনৈতিক দল তথা সরকার আমাদের এই দাবি পূরণে এগিয়ে আসবেন নারীদের প্রতি করুণার দৃষ্টিকোণ থেকে নয়, বরং আইনের শাসনের প্রতি তাঁদের দায়বদ্ধতা প্রমাণের জন্য। আমরা এও বলতে চাই, জনগণের অর্ধেক হিসাবে জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রেও রাজনীতি তথা স্থানীয় সরকার সহ সকল পর্যায়ে ৫০% পদে নারীরা এক সময়ে আসবেন, এটা গণতান্ত্রিক দেশে প্রত্যাশিত।
সংবাদ সম্মেলনের শেষে মুক্ত আলোচনার সময় উঠে আসে আলোচনার পাশাপাশি সমালোচনাও। বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দু’জনেই নারী হলেও তারা কেউই এই বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। নেতা-নেত্রীরা ভাষণের সময় নারী ক্ষমতা বৃদ্ধির বুলি দিলেও কার্যক্রমে জিরোতে রূপান্তরিত হয়েছে। তবে বর্তমান সরকারের শাসন আমলে এর কোন অগ্রগতি হবে কিনা? তাও কারো জানা নেই। যাতে হয় সে জন্যই এ সংবাদ সম্মেলনের আয়োজন। সর্বশেষ সকলেই একমতে সিদ্ধান্ত গৃহিত হয়েছে, ‘নারীর ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন করা সম্ভব না।’ অথচ নারীরা ক্ষমতায়নের ক্ষেত্রে শুধু দাবী জানিয়ে যাচ্ছে।
নারী উন্নয়ন ফোরামের সভাপতি সৈয়দা মনিুরন্নাহার মেরীর সভাপতিত্বে ও উন্নয়ন ও সাংস্কৃতিক সংগঠক শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আইসিডি’র নির্বাহি পরিচালক আনোয়ার জাহিদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী, বরিশাল সিটি করপোরেশনরে সংরক্ষিত মহিল কাউন্সিলর কহিনুর বেগম, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা প্রমুখ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply