বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডট কম: ইউক্রেনের জাপোরিজ্জিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান ইহোর মুরাশভকে আটক করেছে রাশিয়া, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। প্ল্যান্টের প্রধানকে বেশ কিছু ইস্যুতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। খবর বিবিসি।
বার্তা সংস্থা রয়টার্সকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, ইহোর মুরাশভকে আটক করেছে মস্কোর বাহিনী। তবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা নিশ্চিত করেনি আইএইএ।
কিয়েভের পারমাণবিক কেন্দ্রের কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার বিকাল ৪টার দিকে কেন্দ্রের মহাপরিচালক ইহোর মুরাশভকে আটক করেছে রুশ বাহিনী।
এর আগে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোটমের প্রেসিডেন্ট পেট্রো কোটিন বলেন, ‘ইহোর মুরাশভেরর গাড়ি থামিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় রুশ সেনারা। রাশিয়া তাকে আটক করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।’
তবে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের পরিচালককে অপহরণ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি মস্কোর। ইউক্রেনে সামরিক অভিযানে নামার পর জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে হামলা চালায় রুশ বাহিনী। একপর্যায়ে নিজেদের দখলে নেয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply