বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পারিবারের সদস্যদের পাশে পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে পুত্রবধু জুবাইদা রহমান তার জন্য বাসা থেকে রান্না করে নিয়ে যাচ্ছেন। তার রান্না করা চিকেন স্যুপ ও ডালের স্বাদ বেশ ভালোই উপভোগ করছেন ৮০ বছরের খালেদা জিয়া।
রোববার (১২ জানুয়ারি) লন্ডন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, ফুরফুরে মেজাজে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মানসিকভাবেও তিনি এখন যথেষ্ট চাঙ্গা। তার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা সোমবার (১৩ জানুয়ারি) হতে পারে। ইতোমধ্যে দ্য ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply