বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, আ,ফ,ম,হাসান, মেহেন্দিগঞ্জ : লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন মিয়া’র মহতি উদ্যােগে আক্রাম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের আওতায় মেহেন্দগঞ্জের উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলানিয়া – বিউক কার্যালয়ে এবং গোবিন্দপুরচরে একটি বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। দিনভর মেডিসিন ও গাইনী ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসকরা হলেন- ডাক্তার মোঃ আলীমুল ইসলাম, শুকলা চন্দ্র দাহার, ফারাবী, মেরি রানী মিত্রা, মাহামুদা জামান মিতু ও আমিনুল ইসলাম।মেডিকেল ক্যাম্পে হাজারো চরবাসী ফ্রী চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিএনপির মানবিক নেতা (লন্ডন প্রবাসী) হেলাল উদ্দিন মিয়ার পক্ষে ক্যাম্পের ব্যবস্থাপনায় থাকা উলানিয়া মোতালেব সরদারের ছেলে রিয়াজ উদ্দিন বলেন, প্রবাসী হেলাল উদ্দিন এর জন্মস্থান মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নে। মাতৃত্বের টানে জন্মভূমির মানুষের সেবা করার মানসে ফ্রী মেডিকেল ক্যাম্প করেন তিনি। তার প্রয়াত বাবা-মায়ের নামে গত ১৪ বছর আগে আক্রাম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন নামে একটি মানবিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজ সেবক হেলাল উদ্দিন সমাজে অবহেলিত মানুষের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিজ এলাকার মানুষের জন্য তার দায় আছে। সে দায়বদ্ধতা থেকেই নদী বিচ্ছিন্ন প্রত্যান্তঞ্চলের চরবাসীর স্বাস্থ্য সেবায় ফ্রী মেডিকেল ক্যাম্প করেন। নিজ অর্থায়নে এমন মানবিক কাজ করায় এলাকার সাধারণ মানুষ তাকে মন খুলে দোয়া করছেন।
চরবাসী বলেন, আমরা কল্পনাও করতে পারিনি এই দুর্গম চরে বড় মাপের ডাক্তার এসে আমাদের ফ্রী চিকিৎসা দিবে। চিকিৎসকরা বলেন, এমন দুর্গমঞ্চলের গরীব অসহায় মানুষের চিকিৎসা করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। বাস্তবে কেউ এখানে না আসলে বুঝবে না এখানকার মানুষ কতটা অসহায় এবং চিকিৎসাবঞ্চিত। অধিকাংশ রোগী চর্ম, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং শরীরের ব্যাথা, ডায়াবেটিসে আক্রান্ত। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।
প্রবাসী হেলাল উদ্দিন মিয়ার মুঠোফোনে বলেন, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামীতেও এমন উদ্যোগ অব্যাবহত থাকবে বলেও জানান তিনি। হেলাল উদ্দিন এর এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply