বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : লেবাননে থাকা হিজবুল্লাহ গেরিলাদের প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় কমপক্ষে ১৮২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭২৭ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য দিয়েছে। সূত্র : রয়টার্স ও আল জাজিরা।
ইসরায়েলের তীব্র বিমান হামলার মুখে হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যেতে দেখা গেছে অসংখ্য মানুষকে। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত অঞ্চলগুলো থেকে লেবাননের নাগরিকদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনীও।
কয়েক দিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে আজ আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।
সোমবার হামলার আগে এক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘আমরা লেবাননে আমাদের হামলা তীব্রতর করেছি। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাঁদের বাড়িঘরে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।’
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply