বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডট কম: অবশেষে শাকিব-বুবলীর প্রেম বিয়ে সন্তান, গুজব যখন সত্যি হয়েছে। নানান নাটকীয়তার পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্ত্রী হিসেবে বুবলী ও সন্তান শেহজাদ খানের কথা স্বীকার করেছেন শাকিব খান। নিজেদের সন্তানের কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান ও শবনম বুবলী। দুইজনই ফেসবুকে সন্তান শেহজাদ খান বীরসহ ছবি দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।
ফেসবুকে পোস্টে শাকিব খান ছেলের সঙ্গে ছবি দিয়ে লেখেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
শাকিব খানের প্রায় ২০ মিনিট আগে একই কথা লিখে পোস্ট করেন বুবলী। তার পোস্টের নিচে অসংখ্যা ভক্ত শুভ কামনা জানিয়েছেন।
বুবলী ২০২০ সালের মার্চে শেহজাদ খানের জন্ম দেন। ওই সময় তিনি যুক্তরাষ্টের নিউইর্য়কে অবস্থান করছিলেন। সেখাকার লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ছেলের জন্ম দেন এ অভিনেত্রী। তারও মাস কয়েক আগে থেকে আড়ালে চলে যান বুবলী। সেই আড়াল ভেঙে প্রায় নয় মাস পর প্রকাশ্যে আসেন। বেশ কয়েক বছর আগে থেকেই শাকিব খান ও বুবলীর প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে বিষয়টি তারা দুজনই অস্বীকার করেন। আড়াল ভেঙে এসে বুবলী প্রেম বিয়ে সন্তান প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি। এরই মধ্যে গত ২৭ সেপ্টেম্বর বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply