বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, আব্দুল আউয়াল বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া-উজিরপুরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু’র সাটানো ব্যানার-ফেস্টুন ছিড়েছে প্রতিপক্ষের কর্মীরা। খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং শহীদ পরিবারের সদস্যের ছবিসহ শ্রদ্ধাঞ্জলির ব্যানার বড় সাইজের বানারীপাড়া ও উজিরপুরে ৯০টি সাটানো হয়। সেই ব্যানারগুলো রাজনৈতিক প্রতিপক্ষের কর্মীরা ছিড়েছে, ভেঙ্গেছে এমনকি কেটেছে। এতে রাগে, ক্ষোভে, অভিমানে একে ফাইয়াজুল হক রাজু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে এক স্ট্যাটাস লিখেছেন। স্ট্যাটাসটি হবহু তুলে ধরা হলো-
বরিশালের বানারীপাড়া ও উজিরপুর আসন নিয়ে বরিশাল-২ নির্বাচন এলাকা। এখানে গত পনেরো বছরে আরও দুইজন স্থানীয় সরকার দলীয় এম.পি ছিলেন। আমাদের সবার তাদের সাথে প্রতিযোগিতা ছিল, আবার আন্তরিকতাও ছিল। তাদের যেমন প্রয়োজন পড়েনি নিজের নামে হাঁতুড়ি বাহিনী গড়ে তোলার; আবার প্রয়োজন পড়েনি দলীয় নমিনেশন প্রার্থীর কয়েক শত ফেস্টুন রাঁতের অন্ধকারে ছিড়ে ফেলার। সেই ফেস্টুন আবার শোকাবহ ১৫ই আগস্টের, যেখানে আছে বঙ্গবন্ধু সহ গোটা নিহত পরিবারের সদস্যদের ছবি। এই যে অপশক্তি, এরা মুলত ভণ্ড, প্রতারক ও কাপুরুষ। এরা এসেছে নিজের ভাগ্য গড়তে। এরা ১৯৯১ সালেও জননেতা আমির হোসেন আমুর নির্বাচনে প্রতারণামূলক কাজ করে, যা সার্বজনীন সত্য। আবার এরাই ১৯৯৬ সালে ও ২০০১ সালেও আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করে। প্রার্থীর নির্বাচনী পোস্টার নদীতে ভাসিয়ে দেয়। সেখানেও ছিল জননেত্রীর ছবি ও বঙ্গবন্ধুর ছবি। রাজনৈতিক প্রতিপক্ষ রাতের আধারে ঘায়েল ও প্রতিহিংসা করা এদের মুল কাজ। সবচেয়ে বড় কথা, বিগত পঞ্চাশ বছরেও কোন একজন সাবেক জনপ্রতিনিধিদের প্রয়োজন পড়েনি, সংখ্যালঘু হিন্দুদের জমি জবর দখলের চেষ্টা করে সারা দেশের সমস্ত নিউজের শিরোনাম হওয়ার। আপনাদের দেহ যত বড়,মন ততটাই ছোট ও কুটিল বুদ্ধিতে ঠাসা)।
এ প্রসঙ্গে ফাইয়াজুল হক রাজুর পিএস এনাম আহমেদ বলেন, আমরা ১২ই আগস্ট থেকে শুরু করে ব্যানার লাগানো কাজ শুরু করি। ১৪ই আগস্ট বানারীপাড়ায় রায়হাট ও শিমুলতলা নামকস্থানে আমাদের দুইটি ফ্রেম সহ ব্যানার রাতের আঁধারে কেউ বা কাহারা নিয়ে যায়। তারপর আবার আমরা পূণরায় ওই জায়গায় ব্যানার লাগিয়েছি।
এ ব্যাপারে শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু’র পক্ষে অভিযোগ করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ লোকমান আহম্মেদ।
এ প্রসঙ্গে শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুসহ ও তার পরিবারের সদস্যদের ব্যানার যারা ছিড়েছেন এটা অতি জঘন্য ঘৃণিত কাজ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শীঘ্রই আমি প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেব।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদুল আলম চৌধুরী বলেন, এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি। যদি অভিযোগ আসে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply