বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, নাইমুর রহমান নাঈম, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, বর্তমান পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান জুয়েল কে সাংগঠনিক দক্ষতা ও সেবামূলক কর্মকাণ্ডের জন্য শেরে বাংলা পদকে ভূষিত হওয়ায় পৌরসভার ৯টি ওয়ার্ড এর সকল নেতৃবৃন্দর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে হাবিবুর রহমান জুয়েল সকল নেতৃবৃন্দ কে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন এবং আগামী জাতীয় র্নিবাচনে বরিশাল ২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থীকে জয়ী করে দলের চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আহসান কবির নান্না, যুগ্ম আহ্বায়ক রিপন মিয়া, পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস মল্লিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হাওলাদার।
উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আজম, ৮নং ওয়ার্ডের সভাপতি মালেক মৃধা, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মিঠু সহ অনান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম এবং সঞ্চালনা করেন ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম আকন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply