বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো: ইমরান খান সালাম। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলা চত্বরের কৃষি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বাকেরগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকার ও এম এস চাউলের ডিলার রুহুল নিকারী দীর্ঘদিন ধরে সরকারী নিয়ম মাফিক চাল বিতরণ না করে গোপনে বাজারজাত করে আসছে। এই চাল বিতরণে অনিয়ম-সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন দুর্বৃত্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান সালামের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করা হয়। এসময় স্থানীয় লোকজন আহত সাংবাদিক সালামকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এবং হামলা ঘটনায় তাৎক্ষণিক তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন রুহুল নিকারি, সবুজ নিকারি, আবুবক্কর।
এ ঘটনায় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে সকল হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply