বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : পিরোজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান (৬২) ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা পৌনে দুইটার দিকে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর রহমান লিটন জানান, শেখ এ্যানী রহমান স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে সংসদ সদস্য হন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী। শেখ এ্যানী রহমানের বাবা প্রয়াত এনায়েত হোসেন খান তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য এবং পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৯ সালে ২০ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন এ্যানী।
এদিকে, এ্যানী রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেইসবুক পোস্টে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “তিনি আমার কাছে ছিলেন চাচি। আল্লাহ চাচিকে বেহেশত নসীব করুন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামনা করছি। শ্রদ্ধেয় শেখ হাফিজুর রহমান চাচাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানাই।” এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক ও কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মসিউর রহমান মহারাজসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এ্যানী রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply