বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মূলত : সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য একটি কমিটি গঠন করা হলো। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর দাবিতে নানা কর্মসূচির মধ্যে বিষয়টি নিয়ে পরামর্শ নিতে একটি ‘উচ্চ ক্ষমতার’ কমিটি গঠন করেছে সরকার; জনপ্রশাসন সচিব বলেছেন, এই কমিটির অর্থ কোনো আশ্বাস না, ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ।
কমিটির আহ্বায়ক করা হয়েছে আব্দুল মুয়ীদ চৌধুরীকে, যিনি সচিব ছিলেন অবসরে গেছেন, ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন। গত ২১ অগাস্ট তাকে বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করে অন্তর্বর্তী সরকার। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে বিক্ষোভ ও পুলিশের কাঁদুনে গ্যাস ছোড়ার মধ্যে এই সিদ্ধান্ত এল।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবার দাবি এবং চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে
সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটির আহ্বায়ক প্রয়োজনীয় সংখ্যক সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকার বরাবর প্রতিবেদন দাখিল করবে।
সরকারি চাকরিতে বয়স বাড়ানোর আন্দোলনের ধারাবাহিকতায় এদিন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে গেলে চাকরিপ্রার্থীদের টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে তারা যমুনার সামনে অবস্থান নেন।
এ নিয়ে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান কমিটি গঠনের কথা জানান।
এক প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যারা আন্দোলন করছেন, তাদের কোন আশ্বাস দিচ্ছি না, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply