বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং বিএফইউজে’র সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ’র বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদান পরবর্তী নিজ কর্মস্থলে আসেন।
সাংবাদিক মুহাম্মদ আবদুল্লাহ তাঁর নিজ কর্মস্থল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আসলে ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনায় বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ভবিষ্যতে সারাদেশের সাংবাদিকদের জন্য আরো কাছাকাছি থেকে তাদের কল্যাণে কাজ করবে।
উল্লখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর ধারা ১০(২) অনুযায়ী মুহাম্মদ আবদুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।’
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply