বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
আহমেদ জালাল : বরিশাল মিডিয়ার উজ্জ্বল নক্ষত্র মীর মনিরুজ্জামান। যিনি ছিলেন বরিশালে সাংবাদিকতায় সংগ্রামী ব্যক্তিত্ব। লড়াকু যোদ্ধার ন্যায় জীবনবাজী রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এক আদর্শবান সাংবাদিক হিসেবে বেশ পরিচিত মীর মনিরুজ্জামান ভাই। প্রিয় এই মানুষটি’র জীবনে কত ই না ঝড় বয়ে গেছে, সব ই আবার নিজেকে গুছিয়ে নিয়েছিলেন। মহান সাংবাদিক মীর মনিরুজ্জামান না ফেরার দেশে চলে গেলেও তাঁর আদর্শ চিরঞ্জীব।
বরিশালের মিডিয়ায় উজ্জ্বল নক্ষত্র সাংবাদিক মীর মনিরুজ্জামানের আদর্শ বিরাজমান থাকবে যুগযুগান্তর। বরিশালের নির্ভিক সংবাদিক মীর মনির আজকের কাগজের স্টাফ রিপোটার ছিলেন। দৈনিক সত্য সংবাদের সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন মহান সাংবাদিক নেতা। নেতৃত্বে ছিলেন বরিশাল প্রেসক্লাব ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির।
মীর মনিরুজ্জামান ৭৮/৭৯ সালে বরিশাল থেকে সাপ্তাহিক প্রকাশিত পত্রিকা চিরন্তন বাংলা পত্রিকায় কাজ শুরু করেন। পরবর্তীতে লোকবানী সহ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নভ অভিযান, দৈনিক দেশ পত্রিকায় নিজ নিজ ব্যক্তিত্ব রক্ষা করে কাজ করতেন। মীর মনিরুজ্জামান ১৯৯১ সালে নাঈমুল ইসলাম খান সম্পাদিত দৈনিক আজকের কাগজ পত্রিকায় যোগদান করেন। তিনি আজকের কাগজ এর বরিশাল অফিস স্টাফ রিপোটার হিসাবে নিয়োগ পান। ২০০৮ সালের শেষ দিকে পত্রিকাটির প্রকাশক লেঃ, কর্নেল (অবঃ) কাজী শাহেদ পত্রিকাটি লে অব ঘোষণা করে বন্ধ করে দেন।
দৈনিক বরিশালের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মীর মনিরুজ্জামান ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানী ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা নামকস্থানে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply