বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার এবং সারা দেশে সাম্প্রদায়িক উসকানি, উন্মাদনা ও হামলা রুখে দেওয়ার দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলার সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈয়ের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, গত ২৬ অক্টোবর চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে একজন নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিক্ষোভের পরিস্থিতিতে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। তারা অবিলম্বে আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারে দাবি জানান।
বক্তারা বলেন, আদালত হলো বিচার পাওয়ার জায়গা। সেখানেই যদি একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়, তা দেশের মানুষের জন্য আশঙ্কাজনক। আবার দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে মৌলবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে, সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকারকে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় হতে হবে।
বক্তব্য দেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য শহিদুল হাওলাদার ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply