সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ বলেছেন-শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দেশের সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করে শিক্ষাদীক্ষা, কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়, তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) নগরীর আমানতগঞ্জ এলাকার বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।
বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্য আবু নাসের বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দেশের সঠিক ইতিহাস জানাতে হবে। পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। একটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিক শিক্ষার পাশাপাশি মেধা বিকাশে খেলাধুলারও কোনো বিকল্প নেই।
শিশু-কিশোরদের হাতে যে কোনো ধরনের ডিভাইসের পরিবর্তে খেলাধুলার সামগ্রী তুলে দেন। এতে তাদের মেধার বিকাশ হবে। দেশের ভবিষ্যৎ মানবসম্পদ বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। বিএনপি ক্ষমতায় থাকলে ক্রীড়াঙ্গনের সফলতা আসে। টানা ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গনসহ সব ক্ষেত্রেই তারা লুটপাট ছাড়া আর কিছুই করতে পারেনি।
যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে তারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার মো: সামছুল হুদা চৌধূরী বাচ্চুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ওবায়দুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায়ক তারিক সুলাইমান ও যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সাবেক ছাত্রনেতা হেমায়েত হোসেন মুরাদ, কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক শামীমা বেগম প্রমুখ।
© All rights reserved ©2022-2025 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply