সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালে সেনাবাহিনীর মালবাহী গাড়ির পেছনে ধাক্কা লেগে রুহি (১৩) নামের এক ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বরিশাল জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলোয়ার ক্ষুদে এই ক্রিকেটার মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর বান্দরোডে মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ কেড়ে নেয়। নিহত রুহি নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাগরদী ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মো. হাসানের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
বরিশাল পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মৃতদেহ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের লাশ ঘরে রয়েছে।
সূত্রগুলো বলছে- ক্ষুদে ক্রিকেটার রুহি প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন শেষে বাইসাইকেলে করে বাসায় ফিরছিল। এসময় তার সাথে আরও এক শিশু ছিল। পথিমধ্যে বান্দ রোডে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর মালবাহী একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় রুহি।
পরে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।
© All rights reserved ©2022-2025 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply