বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, হাসান মাহমুদ, গৌরনদী : সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভূয়সী প্রশংসায় ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত হয়েছেন সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজন। রোবববার (৮ সেপ্টেম্বর ) সেনাসদরে সেনা প্রধান সাক্ষাৎ পূর্বক ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজনের ভূয়সী প্রশংসা করেছেন। সেনা সদস্য সুজন বরিশালের গৌরনদী উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা।
বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব পালন এবং নিজের পা দিয়ে সিড়ি বানিয়ে নারীদের উদ্ধার করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী সেনা সদস্য কাজী সুজন বলেন, সেনাবাহিনীর প্রধানের প্রশংসা ভবিষ্যতে আরো মানবিক কাজের জন্য অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, দেশ সেবার জন্যই আমি বাংলাদেশ সেনা বাহিনীতে যোগদান করেছি। দেশের মানুষের কল্যানে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাবো।
উল্লেখ্য, ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজন ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ভুজপুর এলাকায় বন্যার্তদের উদ্ধারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত ২৩ আগস্ট বন্যার্তদের উদ্ধার কাজে নিয়োজিত হয়ে নিজের হাটুকে সিঁড়ি বানিয়ে অসুস্থ ও গর্ভবতী নারীদের ট্রাকে উঠতে সহায়তা এবং বন্যা কবলিত এলাকায় অসহায় বন্যার্তদের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ বিতরণ করেন। ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়ন ও সমাজের অবহেলিত মানুষের জন্য মানবিক কাজে নিজেকে যুক্ত করে রেখেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply