বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কার্যালয় উচ্ছেদে মেয়রের নাম ব্যবহার করে মালিক ও ক্ষমতাসীনদের যৌথ চক্রান্তের বিরুদ্ধে ও টেক্সটাইলে ২০১৮ সালের বেতন স্কেল এবং ৮ ঘন্টা কর্মঘণ্টা চালু করার দাবিতে করার দাবিতে শুক্রবার বেলা ১১টায় (২১ অক্টোবর) শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সভাপতি দুলাল মল্লিক।
বক্তারা বলেন, টেক্সটাইল শ্রমিকদের জন্য ২০১৮ সালে যে । ন্যূন্যতম মজুরি ঘোষণা করা হয়েছিল তা এখনো পর্যন্ত সোনারগাঁও টেক্সটাইলে বাস্তবায়ন হয়নি। বেতনস্কেলের তোয়াক্কা না করে একদিকে নামমাত্র বেতনে শ্রমিকদের ১২ ঘন্টা বাধ্যতামূলক কাজ করতে হচ্ছে, আরেকদিকে শ্রমিকরা ইউনিয়ন করতে চায় বলে মালিকপক্ষ শ্রমিকদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে। কারখানার বাইরে এই নির্যাতন ও হয়রানি করার জন্য তারা ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের ব্যবহার করছে। মুক্তিযোদ্ধা সড়কে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যালয় ভাড়া না দেয়ার জন্য ক্ষমতাসীন দলের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় বাড়ির মালিকদের হুমকি দিয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ যে কার্যালয় সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ব্যবহার করত সেখানে বাড়ির মালিক মোঃ হান্নানের সাথে ইউনিয়নের ২ বছর মেয়াদী চুক্তি ছিল। কিন্তু মোঃ হান্নানের ছেলে মোঃ মিজান মেয়র ঘর ছাড়তে নির্দেশ দিয়েছেন এই কথা বলে অফিসে তালা লাগিয়ে দিয়েছেন যা সম্পূর্ণ বেআইনী। বক্তারা মেয়রের নাম ব্যবহার করে এই বেআইনী আচরণের বিষয়ে ক্ষমতাসীন দলের কাছে জবাব দাবি করেন।
বক্তারা শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে অবিলম্বে মজুরি বোর্ড ঘোষিত । ন্যূন্যতম মজুরি বাস্তবায়নের দাবি জানান অন্যত্থায় কঠোর আন্দোলনের জন্য মালিক পক্ষকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন।
বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম,সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক পক্ষের আইনজীবী অ্যাড. আবু আল রায়হান।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন স্কপ বরিশাল জেলা সমন্বয়ক অ্যাড. এ. কে আজাদ, জাতীয় ঐক্য পরিষদ বরিশাল জেলার সভাপতি এস এম জাকির, বাংলাদেশ নৌযান ফেডারেশন বরিশাল বিভাগীয় সভাপতি আবুল হাশেম, বরিশাল দর্জি শ্রমিক ইউনিয়নের আহবায়ক তুষার সেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সরকারি বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী প্রস্তাবিত ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাসুম গাজী, প্রচার সম্পাদক মোঃ হাসান হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক খুকুমণি, সদস্য ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিক তার অধিকার আদায়ে ইউনিয়ন করবে এটা আইনসংগত ও ন্যায্য। মালিকরা তাদের হীন স্বার্থে ইউনিয়নের বিরোধিতা করে শ্রমিকদের হয়রানি করছেন। কিন্তু তার সাথে যেভাবে ক্ষমতাসীন দলের নেতারা যুক্ত হয়েছেন সেটা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক। মালিকের অর্থবিত্তের কারণে যদি তাদের ঘনিষ্ঠ হওয়ার জন্য কোন দল গণমানুষের বিরুদ্ধে যায় সেই দল গণশত্রু হিসেবেই পরিচিত হবে।
বক্তারা বলেন, সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিকদের সাথে বরিশালের সব শ্রমিকরা থাকবে এবং তাদের বেতনস্কেল-কর্মঘন্টার দাবিসহ ইউনিয়নের অধিকার আদায় করেই ছাড়বে।
বক্তারা বলেন, কারখানার মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের ইউনিয়নের সদস্যপদ থেকে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছে ও জোরপূর্বক বেআইনীভাবে সাদা কাগজে সই নিচ্ছে। বক্তারা শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে অবিলম্বে মজুরি বোর্ড ঘোষিত । ন্যূন্যতম মজুরি বাস্তবায়নের দাবি জানান অন্যত্থায় কঠোর আন্দোলনের জন্য মালিক পক্ষকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply