বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ইউনিভার্সেল, গৌতম কুমার, বরিশাল : পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) পৌরসভায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভাণ্ডারিয়া-কাউখালী ও নেছারাবাদ (স্বরূপকাঠি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজ। সোমবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় আয়োজিত কর্মী সমাবেশে তিনি বক্তব্যে বলেন, মানবতার মা, দেশরত্ম, জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে দলের সকলকে একযোগে নিরলসভাবে কাজ করে যেতে হবে। আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য দলের নেতা-কর্মী-সমর্থকরা নৌকার পক্ষে আপ্রাণভাবে কাজ করে আগামীর সাংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে, উন্নয়নের নেত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: মহিউদ্দিন আহমেদ। বক্তব্য রাখে, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো: গোলাম কবির, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন। এছাড়া ১০ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সোহাগ দল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, আটঘর কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাসরুর আলম রাজীব।
বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন এউ যে, ভাণ্ডারিয়া-কাউখালী ও নেছারাবাদ (স্বরূপকাঠি) আসনে এবারে দলের জন্য নিবেদিত বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন মহারাজকে সংসদ সদস্য পদে মনোনয়ন দিলে এখানকার আ’লীগ তথা সর্বস্তরের মানুষ খুশি হবে। একইসঙ্গে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। কারণ এই এলাকার সকল শ্রেনী পেশার মানুষ তাঁকে ভালোবাসে। মানুষের মনের মনি কোঠায় ঠাঁই করে নিতে সক্ষম হয়েছেন তিনি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply