বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, স্বরূপকাঠি : ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঢেউটিন বিতরণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টায় স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিজস্ব মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের প্রথম ধাপে মোট চার’শ জনের মাঝে ওই সহায়তা প্রদান করা হয়।
এ সময় স্বরূপকাঠি পৌরসভার বারবার নির্বাচিত মেয়র গোলাম কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল জনপ্রতিনিধিদের ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। সে লক্ষ্যে আমাদের পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন মহারাজা সাহেব সরকারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে আপনাদের মাঝে এই ঢেউটিন বিতরণ করছেন। আপনার সকলে তার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
ঢেউটিন বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শওকত আকবর , প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, পৌরসভার কাউন্সলরগণ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply