বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ,মাসুদুল্ আলম অপু,স্বরূপকাঠি : পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি ) উপজেলায় সড়ক বিভাগের (সওজ) স্বরূপকাঠি কৃত্তিপাশা সড়কের স্বরূপকাঠি টু জগন্নাথকাঠি চারশত মিটার সড়ক রিপেয়ারিং এর কাজ ১৫ দিনের ব্যবধানে বেহাল দশায় পরিণত হয়েছে। ২৬ লাখ টাকা ব্যয়ের রাস্তার কাজের ঠিকাদার ও সড়ক বিভাগের কিছু লোকদের যোগসাজশে রাস্তা রিপেয়ারিং এর নামে মোটা অঙ্কের টাকা হরিলুট হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের অভিযোগ নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে ওই চারশত মিটার রাস্তার কাজ করায় কাজ শেষের দশ দিনের মাথায় রাস্তার পিচ বৃষ্টির পানিতে ধুয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কাজ শেষের দশ দিনের মাথায় রাস্তাটি এমনই বেহাল দশায় পরিণত হয়েছে যে,সেখান থেকে ছোট খাট অটো বা রিক্সা চলাতো দুরের কথা পায়ে হেটে চলাও দূরহ ব্যাপার।
স্থানীয় বাসিন্দা মো. কবির হোসেন বলেন, সড়ক বিভাগের ওই রাস্তাটি এক যুগেরও বেশি সময় ধরে অবহেলিত ছিল। রাস্তাটি রিপেয়ারিং এর কাজ শুরু হলে আমাদের মনে আশার বাণি জেগেছিল। কিন্তু এই কাজ এতই নিন্ম মানের হচ্ছিল যা দেখে এলাকাবাসীর চোখ সজাগ হয়ে গেছিল। পরে তারা রাতের আধারে ঢালাই কাজ শুরু করে। এতে এলাকাবাসি বাধা দিলে তারা পরের দিনে কোন রকমে পিচ ঢালাই কাজ শেষ করে। কাজ শেষের দশ দিনের মাথায় বৃষ্টির পানিতে রাস্তা ধুয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সাবেক পৌর মেয়র ও স্থানয়ি বাসিন্দা মো. ফরিদুল ইসলাম ইউনিভার্সেল নিউজকে বলেন, রাস্তার কাজ খুবই খারাপ হয়েছে। কাজ শেষের দশ দিনের মাথায় রাস্তার পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। পুরো কাজেই অনিয়ম হয়েছে বলে রাস্তাটির এমন দশা হয়েছে।
পিরোজপুর সড়ক বিভাগের নেছারাবাদ উপজেলার দাায়িত্বে থাকা সুপারভাইজার রতন মিস্ত্রী ইউনিভার্সেল নিউজকে বলেন, কাজের শুরুতে আমি দুই দিন উপস্থিত ছিলাম। পরে শরীর অসুস্থতা থাকায় কাজের সাইডে আর যেতে পারিনি। পিরোজপুরের শুভ নামে এক ঠিকাদার ওই কাজ করেছে। এর বেশি কিছু আমি জানিনা।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply