বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী : পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে রেজিষ্টারসহ বেশ কয়েকটি পুরানো ফাইল গায়েব হওয়ার ঘটনায় তোলপাড় চলছে। ফাইল হারিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত করছে উর্ধতন কর্তৃপক্ষ। ওই অফিসের ফিল্ড সুপার ভাইজার মো. জানে আলম এসব কাগজপত্র সরিয়েছেন বলে উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন সমাজসেবা কর্মকর্তা তপন কুমার বিশ্বাস । অফিস স্থানান্তরের সময় এসব কাগজপত্র গোপনে সরিয়ে বিক্রি করে দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন । তবে কবে কখন অফিস থেকে রেজিষ্টারসহ পুরানো কাগজগুলো সরানো হয়েছে তা সঠিক করে বলতে পারেনি কর্মকর্তা তপন কুমার বিশ্বাস। এসব অভিযোগ অস্বীকার করেন ফিল্ড সুপার ভাইজার মো. জানে আলম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন কুমার বিশ্বাস বলেন, উপজেলা পরিষদের ভবন ভেঙ্গে ফেলার কারনে অফিস স্থানান্তর করতে হয়েছে। সে সময় সব কাগজ বস্তায় ভরে নতুন অফিসে আনা হয়। কয়েকদিন আগে অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর মানিক লাল মিস্ত্রী একটি ফাইল খুঁজতে গিয়ে প্রয়োজনীয় কাগজ পাচ্ছিলেন না। অফিসের পুরানো কাগজপত্র সুপারভাইজার জানে আলমের দায়িত্বে থাকতো। কাগজ না পেয়ে জানে আলমকে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি কোথায় আছে তা বলতে পারেননি। পরে বাধ্য হয়ে সমাজসেবা কর্মকর্তা তপন কুমার বিশ্বাস বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষেকে লিখিতভাবে অভিযোগ করেন।
অফিসের ফাইলপত্র সরানোর কথা অস্বীকার করে ফিল্ড সুপারভাইজার জানে আলম বলেন, কাগজপত্র সবই অফিসে সংরক্ষিত ছিল। অফিস পাল্টানোর সময় তারা সবাই মিলে মালামাল স্থানান্তর করেছেন। হয়তো সে সময় নতুন অফিসে এলোমেলো পড়ে থাকায় হারিয়ে যেতে পারে। সে জন্য এককভাবে তাকে দোষারোপ করা উদ্দেশ্যমূলক বলে দাবী করেন জানে আলম।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply