বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডট কম: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার (স্বরূপকাঠী) কুড়িয়ানা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। রোববার (২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে একটি ফার্নিচারের দোকান থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্বরূপকাঠী থানার ওসি আবীর মোহাম্মদ হাসান জানান, আটঘর কুড়িয়ানা বাজারের ২১টি দোকান পুড়ে গেছে। তিনি জানান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।
আটঘর কুড়িয়ানা বাজারের ব্যবসায়ী বাবুল হালদার বলেন, ভোর ৫টার দিকে সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ২১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
নেছারাবাদ (স্বরূপকাঠি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুস সালাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কমলের কমল ফার্নিচার, পীযূষ শিকদারের ও সমীর রায়ের চায়ের দোকান, সাইফুল হাওলাদারের কাঠের দোকান, সুমন শেখের ফার্নিচারের দোকান, স্বপনের ওয়ার্কশপ, মিঠুনের অটো রিক্সার গ্যারেজসহ মুদি ও হার্ডওয়ারের আরও অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মিঠুন হালদার জানান, ২১টি দোকানের পুরোটা পুড়ে ছাই হয়েছে। এছাড়া কিছু দোকানের আংশিক ক্ষতি হয়েছে। চেয়ারম্যান মিঠুন বলেন, সরেজমিনে তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমরা অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ১ কোটি ৮ লাখ টাকার একটি তালিকা করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply