বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
আহমেদ জালাল : যে দেশে বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, দারিদ্র্যমুক্ত, অন্যায়, অবিচার, শোষণ, নিষ্পেষণমুক্ত সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সাম্যের সমাজ গড়ার প্রত্যয়ে স্বাধীনতার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে। যে রাষ্ট্রটি হওয়ার কথা ছিল সবার জন্য সমান, সেই দেশ আজ যেন উল্টো রথে চলছে! আজ এই রাষ্ট্রের বেশিরভাগ জনগোষ্ঠীর চিন্তা, চেতনা, মননে, কর্মে,আচরণে সাম্প্রদায়িকতার উপাদান আষ্ট্রেপৃষ্ঠে!
পাকিস্তানের দীর্ঘ বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ তথা জনযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য সর্বসম্মতিক্রমে রচিত সংবিধানের মূলমন্ত্রগুলো স্বাধীনতার অর্ধশতাব্দীতেও অন্ধকারে হাবুডুবু খাচ্ছে! কারণ কী?
এদেশে আজ ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর চাপে পাঠ্যপুস্তক থেকে প্রগতিপন্থী লেখা বাদ দিতে হয়! ফতোয়াবাজদের আস্ফালনে নিত্যনৈমিত্তিক ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছে! ফতোয়াবাজদের চেলাচামুন্ডাদের উন্মাদনার আস্ফালনও অব্যাহত রয়েছে! এ যেনো ফতোয়াবাজদের উর্বর বিচরণক্ষেত্র স্বাধের স্বাধীন বাংলাদেশ! কিন্তু এসব ধর্মীয় উন্মাদনা সৃষ্টিতে মত্তদের কখনো কী আইনের আওতায় আনা হয়? অথচ এই দেশেই আবার মতপ্রকাশের জন্য ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে উগ্রবাদীগোষ্ঠি কর্তৃক লেখক, সাংবাদিক, ব্লগার, প্রকাশককে একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।
মূলত : সাম্প্রদায়িক শক্তিকে আপস ও তোষণ নীতির জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মৌল চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম দেশের মানুষের চরম বিপদজনক ও হুমকিস্বরূপ!
ধর্ম ব্যবসায়ী সাম্প্রদায়িক শক্তির উত্থানে দেশব্যাপী নানামুখী কায়দায় প্রতিনিয়ত কোমলমতি শিশু থেকে শুরু করে সকল বয়সীদের মাঝে মগজ ধোলাইয়ে উগ্রতা ছড়ানো হচ্ছে। আর বেড়েই চলছে সাম্প্রদায়িক, ধর্মান্ধ শক্তির হুমকি,আস্ফালন ও ঔদ্ধত্ম্যপূর্ণ আচরণ। ক্রমেই সাম্প্রদায়িক শক্তি বেপরোয়া হয়ে উঠেছে। এসব কারণেই মহান মুক্তিযুদ্ধের অর্ধশতাব্দী পরেও ধর্মীয় অনুভুতির সুড়সুড়ির কবলে ফেলে একের পর এক বর্বর সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে এই বাংলায়!
কী বিচিত্র !
অন্যদিকে এই রাষ্ট্রে মতপ্রকাশের প্রকাশের জন্য সৃষ্টিশীল মানুষদের ওপর নেমে আসে নানান কায়দার নির্যাতনের খড়গ! রাষ্ট্রীয় হেফাজতে সৃষ্টিশীল লেখকদের করা হয় নির্মম নির্যাতন! যেভাবে সৃষ্টিশীল লেখক মুশতাক আহমেদকে বন্দী অবস্থায় নির্যাতন করা হয়েছিল! কারাগারেই সৃষ্টিশীল লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়! কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকেও নির্যাতন করা হয়! মতপ্রকাশের জন্য সাংবাদিক শফিকুল ইসলাম কাজল অপহৃত হন! সীমান্তের এপাড়ে আর ওপারের নাটকে ৫৩ দিন যাঁর চোখ বাঁধা ছিল!!
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply