বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের ১৫ বছরে আমাকে ৭ বছরের বেশি সময় জেলখানায় বন্দী রাখা হয়েছে। ৬০ দিনের রিমান্ডে কাটাতে হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মহানগরীর খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
খানজাহান আলী থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও গাওসুল আযম হাদী, বায়তুল মাল সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ আলী।
থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্লা, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা সভাপতি বেলাল হুসাইন রিয়াদ, সেক্রেটারি আবু ইউসুফ ফকির, খানজাহান আলী থানা ছাত্রশিবিরের সভাপতি আল আমিন হোসেন ও সেক্রেটারি আল ইমরান শেখ।
প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের প্রশংসা করেন। এবং ছাত্র-জনতার আন্দোলনে যারা শাহাদাৎ বরণ করেছেন তিনি তাদের রুহের মাগফেরাত কামনা করেন। আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন। তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সব ভালো কাজে তাদের পাশে আছি, এবং দেশ ও জাতির কল্যাণে যত ভালো কাজের উদ্যোগ নেওয়া হবে সেসব কাজের সঙ্গে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সমাজের প্রতি স্তরে দুর্নীতি ঢুকে গেছে, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ পূনরায় স্বাধীন হয়েছে তাই দেশের মানুষের অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরণকারীদের মাগফিরাত এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply