বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়া পল্টনে এ সমাবেশ হবে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির নির্ভরযোগ্য সূত্র মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘১৫ সেপ্টেম্বর সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।’
দলীয় সূত্র জানা গেছে, বিগত ১৭-১৮ বছর যাবত যারা গুম ও শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকায় একটি প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামের সমন্বয়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে।
দলীয় সূত্র জানায়, আজ (মঙ্গলবার) দলের চেয়ারপারসনের গুলশানের অফিসে ঢাকা বিভাগ ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেন ডা. জাহিদ হোসেন। এতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply