বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : হারের পর লিওনেল মেসি বলেন, আমরা এভাবে শুরু করতে চাইনি। তবে কখনও কখনও এমন ঘটে। আমাদের পরবর্তী খেলার জন্য প্রস্তুত হতে হবে। আমাদের জিততেই হবে। সেটা নির্ভরও করছে আমাদের ওপর। দলের ওপর সমর্থকদের বিশ্বাস রাখার আহ্বান জানান তিনি।
৩৬ ম্যাচ হারেনি-এই সুখস্মৃতি সঙ্গী করে কাতার বিশ্বকাপ অভিযানে নামে আর্জেন্টিনা। লিওনেল মেসির অধরা বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন বড় থেকে আরও বড় হচ্ছিল। কিন্তু প্রথম ম্যাচেই ২-১ গোলে হারলো সৌদি আরবের পর।
অধিনায়ক লিওনেল মেসি বলেন, আমরা কোনও অজুহাত দাঁড় করাতে চাই না। দল আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ হবে। এরকম পরিস্থিতিতে আমরা বহুদিন পড়িনি। আমরা যে সত্যিই একতাবদ্ধ এখন সেটাই প্রমাণ করতে হবে।
প্রসঙ্গত : মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গেলো লিওনেল মেসির আর্জেন্টিনা। অনেক আশা নিয়ে প্রিয় দলের খেলা দেখতে এসে শুরুতে বড় ধাক্কা খেতে হয়েছে। সৌদি আরবের বিপক্ষে এগিয়ে থেকেও হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে! এমন একটি ফল হবে কেউ স্বপ্নেও কল্পনা করেনি। এতে হতাশা ভড় করছে আর্জেন্টিনা ভক্তদের মাঝে। আবার অনেক ভক্তদের মাঝ থেকেই বলা হচ্ছে- বিশ্বকাপের শুরুতে সৌদি আরবকে ছাড় দিয়ে খেলছেন মেসির আর্জেন্টিনা। যেনো ইচ্ছে করেই সৌদি আরবকে জয়ী করা হয়েছে। একা মেসির আর্জেন্টিনার খেলার রোডম্যাপের কৌশলও হতে পারে। ভক্তরা বলছেন, পরের ম্যাচে ঘুরে না দাঁড়ালে ১৯৮৬ সালের পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন যে কঠিন থেকে কঠিন হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply